#আসানসোল- স্বাস্থ্যই সম্পদ। তাই মানুষের উচিৎ আগে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ পদযাত্রার আয়োজন করা হল আসানসোলে। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করা হয়। আসানসোল রেল ডিভিশনের স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল, বিশ্ব স্বাস্থ্য দিবসে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা।
আসানসোল রেল ডিভিশনের স্বাস্থ্য কর্মীরা উদ্যোগ নিয়েছিলেন, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার। তাই আসানসোলের ট্রাফিক কলোনি থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রা শেষ হয়েছে আসানসোল রেল ডিভিশনের হাসপাতালের কাছে। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল রেল মন্ডলের স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করেছিলেন। চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা এই পদযাত্রায় হাজির হয়েছিলেন। তাছাড়াও এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন পড়ুয়ারা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই পদযাত্রা শুক্রবার সম্পন্ন করা হয়েছে।
এই বিষয়ে উদ্যোক্তারা বলছেন, মানুষের সব থেকে বড় সম্পদ স্বাস্থ্য। নিজের স্বাস্থ্য রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মানুষের। ব্যস্ত জীবনে মানুষ এখন আর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে পারেন না। কিন্তু প্রত্যেক দিনের জীবনে একটু স্বাস্থ্য সচেতন হলেই মানুষ নিজের স্বাস্থ্য রক্ষা করতে পারেন। সে বিষয়ে সচেতন করতেই বিশ্ব স্বাস্থ্য দিবসের মতো দিনটিকে বেছে নেওয়া হয়েছে। পদযাত্রার মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ার আবেদন করা হয়েছে। উদ্যোক্তাদের আশা, এর ফলে মানুষ কিছুটা হলেও প্রত্যেক দিনের জীবনশৈলীতে সচেতন হবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন।
Nayan Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, West Bardhaman