আসানসোল : সদ্য সম্পন্ন হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তীব্র গরম উপেক্ষা করে ভোট দিয়েছেন শহরের বহু মানুষ। ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। এবার পালা প্রার্থীদের ভাগ্য গণনার। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আগামী শনিবার পর্যন্ত। আগামী শনিবার ১৬ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা করা হবে। তার আগে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কারী ইভিএম গুলি বন্দী অবস্থায় রয়েছে স্ট্রং রুমে। স্ট্রং রুমের নজরদারির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সজাগ দৃষ্টি রয়েছে স্ট্রং রুমের দিকে। বাক্স বন্দী প্রার্থীদের ভাগ্যকে লাগাতার পাহারা দিয়ে চলেছেন তাঁরা। আসানসোলে দুই নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি কলেজে করা হয়েছে স্ট্রং রুম। আপাতত সেখানেই বাক্স বন্দী হয়ে রয়েছে প্রার্থীদের ভাগ্য। শনিবার হবে ভাগ্য নির্ধারণ অর্থাৎ ভোট গণনা। সেজন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে বেসরকারি ওই কলেজটি। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যেমন সজাগ দৃষ্টি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য। এই কলেজেই হবে ভোট গণনা। শনিবার বেসরকারি কলেজে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে। আলাদা আলাদা কাউন্টিং হলে হবে ভোট গণনা। ইতিমধ্যেই ভোট গণনার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোন কাউন্টিং হলে কোন বিধানসভা এলাকার ভোট গণনা করা হবে, তার দিক নির্দেশক পোস্টার লাগানো হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন দলের প্রার্থী থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা আপাতত অপেক্ষা করছেন আগামী শনিবারের জন্য। সেদিনেই বোঝা যাবে আসানসোলবাসীর সমর্থন দিয়েছে কোন ফুলের দিকে। কোন ফুল করেছে বাজিমাত। কে হবেন আসানসোলের নতুন সাংসদ। Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।