আসানসোল: জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলের সিতারামপুর এলাকায়। সিতারামপুর রেলস্টেশন সংলগ্ন পশ্চিম কেবিন এলাকা থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে। ক্ষতবিক্ষত অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবক এবং এক যুবতীর দেহ। আপ মেন লাইনের পাশ থেকে দেহ দুটি উদ্ধার করা হয়েছে। দেহ দুটি রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা খবর দেন স্থানীয় থানা এবং রেল পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ এবং পুলিশ আধিকারিকরা। তারপর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নিহত যুবক এবং যুবতীর নাম, পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, তারা ওই এলাকার বাসিন্দা নন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, উদ্ধার হওয়া দেহ দুটির মধ্যে ওই যুবকের আনুমানিক বয়স ২৭ বছর এবং যুবতীর আনুমানিক বয়স ২২ বছর। তবে কী কারণে ওই দু জনের মৃত্যু হল, সে বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ওই যুবক এবং যুবতী আত্মহত্যা করেছেন। ফাঁকা জায়গা দেখে তারা আত্মহত্যা করেছেন বলে অনুমান স্থানীয়দের। প্রণয়ঘটিত কোন ব্যাপারে অবসাদের জন্য তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে অনুমান স্থানীয়দের। যদিও পুলিশকর্তারা মনে করছেন দুর্ঘটনার শিকার হয়েছেন ওই যুবক এবং যুবতী। তবে তাদের মৃত্যুর পিছনে সঠিক কারণ কি, তা জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিহত যুবক, যুবতীর পরিবারের খোঁজে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, যদি এটি আত্মহত্যার ঘটনা হয়, তাহলে সমাজের পক্ষে তা যথেষ্ট ক্ষতিকর। কারণ ধীরে ধীরে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। যা সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Indian Railway, Paschim bardhaman