পানাগড়: কাঁকসা ব্লকে শুরু হল ১২থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। এদিন সকাল থেকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১৫০ জনকে করোনার টিকা দেওয়া হয়। সমস্ত কিশোর-কিশোরীদের এদিনকোরবিভ্যাক্স এর টিকা দেওয়া হয় বলে জানিয়েছেন পানাগড় ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের এক চিকিৎসক। তিনি জানিয়েছেন, এই ভ্যাকসিন নেওয়ার পর ২৮দিন পরে সকলকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে স্বাস্থ্য দফতরের নির্দেশ মত কাঁকসা ব্লকে আজ থেকে হাসপাতালে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে কিশোর-কিশোরীদের টিকাকরণের আরো গতি আনতে পদক্ষেপ করছে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন। তার জন্য আগামী শুক্রবার থেকে কাঁকসার বিভিন্ন স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিশোর কিশোরীদের জন্য টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। আপাতত তারা অনেকটাই নিশ্চিন্ত। কারণ ইতিমধ্যেই বিভিন্ন স্কুল খুলে গিয়েছে। স্কুল চত্বরে একসঙ্গে বহু পড়ুয়াদের ভিড় হচ্ছে। ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যাচ্ছিল। যদিও এই মুহূর্তে সংক্রমণ অনেক কম। তবুও ছেলে-মেয়েদের ভ্যাকসিন না পাওয়ায় নিশ্চিন্ত হতে পারছিলেন না অভিভাবকরা। তবে টিকার বর্ম ছেলেমেয়েরা পাওয়ার পর অনেকটাই নিশ্চিন্ত দেখিয়েছে অবিভাবকদের। তারা বলছেন, এবার ছেলেমেয়েদের নিশ্চিন্তে স্কুলে পাঠাতে পারবেন তারা। স্বাভাবিকভাবেই ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। টিকা পেয়ে খুশি ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীরা। তারা বলছে, এবার নিশ্চিন্তে স্কুল যেতে পারবে তারা। পাশাপাশি কোর বি ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে মাত্র ২৮ দিন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur, Panagarh, Paschim bardhaman