#পশ্চিম বর্ধমান- স্কুল খোলার দাবিতে অভিনব প্রতিবাদ পড়ুয়াদের। আর ভালো লাগছে না অনলাইন ক্লাস। তাই স্কুল খোলার দাবিতে প্ল্যাকার্ড হাতে নীরব জমায়েত স্কুল পড়ুয়াদের। সংক্রমণ কমলে খুলবে স্কুল। তাই পথচলতি মানুষকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেন পড়ুয়ারা। পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর সঙ্গে হাত মিলিয়ে, মানুষকে সচেতন করা হলো ট্রাফিক আইন মেনে চলার জন্য। পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি। স্কুল খোলার দাবিতে পড়ুয়াদের এই নীরব দাবি মন কেড়েছে অনেকের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: School, West Bardhaman