আসানসোলের হিরাপুর থানার ধ্রুপডাঙাল এলাকায় দিনদুপুরে একটি সোনার দোকানে লুটপাট চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা দোকান মালিক রবি বর্মনকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে তদন্তের জন্য যায় হিরাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের মালিক ভিকি বর্মনের অভিযোগ, তার দাদা রবি বর্মন দোকানে বসে ছিলেন। সেসময় প্রথমে দুজন ক্রেতা সেজে দোকানে আসে। পরে আরও দুজন আসে, এবং রবিকে মারধর করে দোকানের গহনা লুটপাট করে পালায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।