Home /News /local-18 /
Paschim Bardhaman: নববর্ষে উৎসবের মেজাজে মানুষ, পুজো দিয়ে বছর শুরু বাঙালির

Paschim Bardhaman: নববর্ষে উৎসবের মেজাজে মানুষ, পুজো দিয়ে বছর শুরু বাঙালির

কল্যানেশ্বরী

কল্যানেশ্বরী মন্দিরে নববর্ষের পুজো দেওয়ার ভিড়। দোকানে নববর্ষের স্পেশাল মিষ্টি।

নববর্ষ উপলক্ষে উৎসবের মেজাজে মানুষ। বাংলা জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে নববর্ষ। বছরের প্রথম দিন পুজো পাঠ এর মধ্যে দিয়ে শুরু করেছেন বেশিরভাগ মানুষ।

  • Share this:

    পশ্চিম বর্ধমান : নববর্ষ উপলক্ষে উৎসবের মেজাজে মানুষ। বাংলা জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে নববর্ষ। বছরের প্রথম দিন পুজো পাঠ এর মধ্যে দিয়ে শুরু করেছেন বেশিরভাগ মানুষ। যে কারণে বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলিতে সকাল থেকেই দেখা গিয়েছে পুজো দেওয়ার লাইন। আবার এই পুজো দেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গিয়েছে ফল, ফুলের দোকানে। অন্যদিকে বছরের প্রথম দিন সকলকে মিষ্টিমুখ করানোর রীতি প্রচলিত রয়েছে। সেই রীতি বজায় রাখতে নববর্ষের দিনে বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও এই ছবির অন্যথা হয়নি। জেলার বিভিন্ন বিখ্যাত মন্দিরগুলিতে নববর্ষের দিন সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে ভিড় লক্ষ্য করা গিয়েছে মিষ্টির দোকান এবং ফল, ফুলের দোকানে। নববর্ষের দিন সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে। অন্যান্য দিনগুলিতে এই মন্দিরে পুজো দেওয়ার ভিড় লেগে থাকে। তবে বিশেষ বিশেষ তিথিতে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পরে ভক্তদের। যার মধ্যে নববর্ষ অন্যতম। নববর্ষের দিন সকাল থেকে মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। আবার মন্দিরের সামনে থাকা ফল এবং ফুলের দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছে।তাছাড়াও বিভিন্ন মিষ্টির দোকানে নববর্ষের দিন সকাল থেকেই মানুষজনের লাইন দেখা গিয়েছে। প্রসিদ্ধ মিষ্টি বিক্রেতা যারা রয়েছেন, তাদের কাছে ভিড় ছিল একটু বেশি। নববর্ষের জন্য স্পেশাল কালেকশন সংগ্রহ করতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। অন্যদিকে অন্যান্য দোকানগুলিতেও মিষ্টি কেনার জন্য ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গিয়েছে। Nayan Ghosh

    First published:

    Tags: Asansol, Paschim bardhaman

    পরবর্তী খবর