হোম /খবর /পশ্চিম বর্ধমান /
বামেদের ডাকা ধর্মঘটে প্রথম দিনে প্রায় স্বাভাবিক আসানসোল

Paschim Bardhaman: বামেদের ডাকা ধর্মঘটে প্রথম দিনে প্রায় স্বাভাবিক আসানসোল

X
আসানসোল [object Object]

বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব সেই অর্থে পড়তে দেখা গেল না শহর আসানসোলে। মোটের ওপর প্রায় স্বাভাবিক চিত্র ধরা পড়েছে শহরজুড়ে। সপ্তাহের প্রথম দিনে যেমন কর্ম ব্যস্ততা থাকা উচিত, ঠিক তেমন ছবি ধরা পড়েছে শহরের বেশিরভাগ জায়গায়।

  • Share this:

    আসানসোল: বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব সেই অর্থে পড়তে দেখা গেল না শহর আসানসোলে। মোটের ওপর প্রায় স্বাভাবিক চিত্র ধরা পড়েছে শহরজুড়ে। সপ্তাহের প্রথম দিনে যেমন কর্ম ব্যস্ততা থাকা উচিত, ঠিক তেমন ছবি ধরা পড়েছে শহরের বেশিরভাগ জায়গায়। সকাল থেকেই আসানসোল শহরের বেশিরভাগ জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকতে দেখা গিয়েছে। রাস্তায় বেরিয়ে পর্যাপ্ত পরিমাণে দেখা পাওয়া গিয়েছে মিনিবাস, অটো ও টোটোর। যদিও যাত্রীদের দাবি, বড় বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু বেশিরভাগ জায়গায় জনজীবন স্বাভাবিক থাকতে দেখা দিয়েছে। সকাল থেকে দেখা গিয়েছে বাজারঘট খোলা। স্কুলমুখী হতে দেখা গিয়েছে পড়ুয়াদের রাস্তাঘাটে বেরিয়েছেন কর্মজীবী মানুষজন। শুধু তাই নয়, বামেদের ডাকা ধর্মঘটের দিনে রাস্তায় নেমে প্রচার করতে দেখা গিয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের বাম প্রার্থী পার্থ মুখার্জীকে। স্বাভাবিকভাবেই আসানসোল শহরে খুব বেশি প্রভাব পড়তে দেখা যায়নি ধর্মঘটের। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বেশকিছু নীতির বিরুদ্ধে দু'দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন। বামেদের ডাকা ৪৮ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে সোমবার এবং মঙ্গল বার। কিন্তু ধর্মঘটের প্রথম দিন অর্থাৎ সোমবার শহর আসানসোলে খুব বেশি প্রভাব পড়তে দেখা যায়নি। যদিও ধর্মঘটের প্রথম দিন বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন বাম কর্মী-সমর্থকরা। রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বনধ সফল করার চেষ্টা চালানো হয়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হয় পুলিশ। ধর্মঘট তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বনধ সমর্থকদের। কিন্তু জেলাজুড়ে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক ছিল পরিষেবা। ধর্মঘট অসফল করতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে। নবান্নের তরফ থেকে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক ছিল পরিষেবা।যদিও জেলার বেশ কিছু জায়গায় ধর্মঘট সফল করার জন্য বিক্ষিপ্ত কিছু ছবি ধরা পড়ছে।

    First published:

    Tags: Asansol, Paschim bardhaman