আসানসোল, পশ্চিম বর্ধমান : এও এক বাক্স রহস্য। তবে কোনও বিনোদন জগতের বাক্স রহস্য নয়। একটি নিপাত সাধারণ বড়ো মাপের অ্যালুমিনিয়ামের বাক্স। যাকে ঘিরে তুমুল উত্তেজনা। বাক্সের মধ্যে কি আছে তা জানতে মরিয়া হয়ে ওঠেন পথচলতি মানুষ। যদিও এখনও পর্যন্ত উত্তর অধরা। তবে তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু পুলিশের তরফ থেকে বিষয়টি নিয়ে খোলসা করা হয়নি। গাছের গোড়ায় বাধা একটি বড় বাক্সকে নিয়ে ঘটনার সূত্রপাত। গাছের গোড়ার সঙ্গে বাঁধা ছিল একটি অ্যালুমিনিয়ামের বাক্স। বাক্সটি ছিল তালাবদ্ধ। দাবিদারহীন পরিত্যক্ত অবস্থায় গাছের গোড়ায় বাঁধা অবস্থায় রাস্তার পাশে পড়েছিল বাক্সটি। এমনই ঘটনা দেখে চাঞ্চল্য ছড়ায় কুলটির নিয়ামতপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাক্সটিকে দেখে রীতিমতো দ্বন্ধে পড়ে যান। শেষ-মেষ নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেন দিয়ে বাঁধা বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও বোম্ব স্কোয়াড ছাড়াই সাধারণ পুলিশকর্মীরা বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন। কিন্তু রহস্যজনক বাক্সটির মধ্যে কি আছে, সে বিষয়ে এখনও পুলিশের তরফ থেকে কোনও রকম খোলসা করা হয়নি। অন্যদিকে রহস্যজনক বাক্সের রহস্য মেটাতে মরিয়া হয়ে আছেন স্থানীয় মানুষজন। উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন, ওই বাক্সের মধ্যে কি আছে তা জানতে। কেনই বা গাছের সঙ্গে বাঁধা ছিল বাক্সটি? কে রেখে গিয়েছেন ওই বাক্স? এমন বহু প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় মানুষজন। বছরের শেষ দিনে রহস্যজনক বাক্সটিকে কেন্দ্র করে কুলটির ইসকো বাইপাস রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে এখনও পর্যন্ত আসানসোল লোকসভা এলাকায় আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে। তার মধ্যে এমন বাক্স উদ্ধারে স্থানীয় মানুষজন চিন্তায় পড়েছেন। তবে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত বিশেষ কোনও আভাস পাওয়া যায়নি ওই বাক্সটি সম্পর্কে। Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman