হোম /খবর /পশ্চিম বর্ধমান /
বৃষ্টি ও শিলাবৃষ্টির যুগলবন্দীতে স্বস্তি দুর্গাপুরে

Durgapur Rainfall: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টি দুর্গাপুরে, সাময়িক রেহাই গরম থেকে

X
দুর্গাপুরের [object Object]

বৃষ্টি এবং শিলাবৃষ্টির যুগলবন্দীতে এক ধাক্কায় কিছুটা নামল তাপমাত্রার পারদ। শুক্রবার বিকেলের পর কিছুটা আরামদায়ক আবহাওয়া ফিরে পেল শিল্পাঞ্চল

  • Share this:

    #দুর্গাপুর- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি পেল দুর্গাপুর। বৃষ্টি এবং শিলাবৃষ্টির যুগলবন্দীতে এক ধাক্কায় কিছুটা নামল তাপমাত্রার পারদ। শুক্রবার বিকেলের পর কিছুটা আরামদায়ক আবহাওয়া ফিরে পেল শিল্পাঞ্চল। স্বাভাবিকভাবেই মরশুমের প্রথম বৃষ্টিপাতে খুশি শহরবাসী। তবে এই অল্প বৃষ্টিতে যেন তাদের মন ভরল না। বরুনদেবের কাছে প্রার্থনা, আরও চাই। পাশাপাশি তাপপ্রবাহের শাপমুক্তি চেয়ে আরও বৃষ্টির প্রার্থনা করছেন শিল্পাঞ্চলের মানুষ। তবে মরশুমের প্রথম বৃষ্টিপাতের দিনে শিলাবৃষ্টিও হয়েছে শহর দুর্গাপুরে।

    দুর্গাপুর ছাড়াও আশপাশের সংলগ্ন এলাকাগুলিতেও মাঝারি মাপের বৃষ্টিপাত হয়েছে। যার ফলে দাপট কমেছে দাবদাহ এবং তাপপ্রবাহের। তাছাড়াও আগামী রবিবার এবং সোমবার বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। তাই আরও বৃষ্টিপাতের আশায় বুক বাঁধছেন শহরবাসী। আর গরম থেকে সাময়িক মুক্তি পেয়ে সকলেই বলছেন, অবশেষে বরুনদেবের কৃপায় স্বস্তি ফিরেছে। সূর্যদেবের দাপট থেকে একদিনের মুক্তি মিলছে। যদিও সমগ্র জেলা জুড়ে এদিন সেই অর্থে বৃষ্টিপাত হয়নি। ফলে দুর্গাপুরে সাময়িক স্বস্তি ফিরলেও, গোটা জেলা জুড়ে স্বস্তির দেখা নেই। ফলে সমগ্র পশ্চিম বর্ধমান জেলা অপেক্ষা করছে আরও বৃষ্টিপাতের।

    উল্লেখ্য, শুক্রবার বিকেলের পরে দুর্গাপুরের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা গিয়েছে। শুরুতেই ছিল কিছুটা ঝড়ো হাওয়ার দাপট। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে শিল্পাঞ্চল জুড়ে। তার পরেই নেমেছে বৃষ্টিপাত। তাছাড়াও ব্যাপকহারে শিলাবৃষ্টি হয়েছে। যদিও হঠাৎ শিলাবৃষ্টিতে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন শহরের মানুষ। বিশেষ করে রাস্তাঘাটে যারা ছিলেন, তারা সমস্যায় পড়েন। তবে শিলাবৃষ্টির জেরে কোন দুর্ঘটনার খবর সামনে আসেনি। এই শিলাবৃষ্টিতে সকলেই তৎক্ষণাৎ নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে উপভোগ করেছেন মরশুমের প্রথম বৃষ্টিপাত।

    Nayan Ghosh

    First published:

    Tags: Durgapur, Rainfall, West Bardhaman