Home /News /local-18 /

মাধ্যমিকে প্রথম জেলার পাঁচ পরীক্ষার্থী, প্রথম দশে ২১ জন

মাধ্যমিকে প্রথম জেলার পাঁচ পরীক্ষার্থী, প্রথম দশে ২১ জন

মাধ্যমিকে প্রথম জেলার পাঁচ পরীক্ষার্থী, প্রথম দশে ২১ জন।

মাধ্যমিকে প্রথম জেলার পাঁচ পরীক্ষার্থী, প্রথম দশে ২১ জন।

মাধ্যমিকে পশ্চিম বর্ধমানের পাঁচজন স্থান করে নিয়েছে প্রথমের তালিকায়। প্রথম দশে রয়েছে ২১ জন পড়ুয়া।

 • Share this:

  পশ্চিম বর্ধমান: করোনা আবহে বাতিল হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ, মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ১০০%। সার্বিকভাবে প্রাপ্ত  নম্বরের হার বেশি। যদিও এই বছর মেধাতালিকা প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ। তবে ৬৯৭ পেয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তের তালিকায় জায়গা করে নিয়েছে ৭৯ জন ছাত্র-ছাত্রী। যার মধ্যে পশ্চিম বর্ধমানের পাঁচজন স্থান করে নিয়েছে। উল্লেখযোগ্যভাবে গৌরান্ডি ইনস্টিটিউশন এর পার্শ্ব শিক্ষকের ছেলে সুমন দত্ত ৬৯৭ পেয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। এক থেকে দশের মধ্য রয়েছে জেলার বেশ কয়েকজন।চলতি বছরে নতুন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের। নবম শ্রেণীর ফল ও দশম শ্রেণীর অ্যাসেসমেন্ট টেস্ট এর উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়েছে। সারাবছর প্রস্তুতি নেওয়ার পরেও পরীক্ষা দিতে না পেরে, হতাশ হয়েছিলেন অনেক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। তবে প্রাপ্ত নম্বর দেখে খুশি সকল ছাত্র-ছাত্রী। সকাল থেকেই মধ্যশিক্ষা পর্ষদ সহ ফলাফল দেখার ওয়েবসাইটগুলিতে ট্রাফিক ছিল অনেক বেশি। বারোটার পর থেকে স্কুলগুলিতে হাজির হয়েছিলেন অভিভাবকরা। খুশির হাসি এসেছেন সকলেই। আসানসোল দুর্গাপুর সহ জেলার সব স্কুলের সার্বিক ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। সকলেই তাদের প্রাপ্ত নাম্বার এর ওপর সন্তুষ্ট এবং খুশি। ফলাফল হাতে পাওয়ার পরই অনেক ছাত্রছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক অজয় পাল জানিয়েছেন, সার্বিকভাবে জেলার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথমের তালিকায় রয়েছেন জেলার পাঁচজন। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এক থেকে দশের মধ্যে রয়েছেন জেলার ২১ জন ছাত্র-ছাত্রী। মাধ্যমিক পরীক্ষায় জেলার সার্বিক ফলাফলে সন্তুষ্টির আভাস পাওয়া গিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের গলাতেও।প্রসঙ্গত আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। করোনা আবহে বাতিল হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। ফলে কিছুটা চিন্তায় ছিলেন  দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। তবে মাধ্যমিকের ফলাফল দেখে, কিছুটা স্বস্তি পেয়েছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরাও।

  Nayan Ghosh

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Madhyamik, Madhyamik Result

  পরবর্তী খবর