পশ্চিম বর্ধমানঃ বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধানের উদ্যোগে চাঁকতেঁতুল অঞ্চলের শ্মশানের কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে এদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গ্রামের বরিষ্ঠ নাগরিক ধর্মদাস বন্দ্যোপাধ্যায়। জরাজীর্ণ ভগ্নপ্রায় কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৮ সালে। মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থা হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষ বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করেছিলেন, মন্দির সংস্কার করে দেওয়ার জন্য। চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধানও সেইমতো গ্রামের মানুষদের কথা দিয়েছিলেন, পঞ্চায়েতের ফান্ড থেকেই মন্দির করে দেওয়া হবে। দেওয়া সেই প্রতিশ্রুতি মত এদিন শ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্দির নির্মাণের কাজ শুরু করা হল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur, Goddess Kali, Paschim bardhaman