#পশ্চিম বর্ধমান- আসানসোল পুরনির্বাচনের আগে গারুই নদী সংস্কারের প্রশ্ন জোরালো হচ্ছে। কারণ গারুই নদীর পাড়ে অবস্থিত আসানসোল শহরের জনজীবন স্বাভাবিক রাখতে এই নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুনীয়া নদীর। দুটি নদীর সংস্কার দীর্ঘদিন না হওয়ার কারণে, কার্যত মজে যেতে বসেছে। কিন্তু জানেন কি গারুই এবং নুনিয়া নদী একই নয়। ইতিহাসবিদরা বলছেন, শহরবাসীর অনেকেই দুটি ভিন্ন নদীকে একই ভেবে ভুল করে বসেন। কিন্তু আদতে তেমনটা নয়। দুটি নদীর উৎপত্তিস্থল সালানপুর ব্লকে হলেও, দুটি নদী আলাদা আলাদা জায়গা থেকে উৎপত্তি হয়েছে। দুটি নদী মিলিত হয়েছে ঘাঘরবুড়ি মন্দিরের কিছুটা আগে। তবে দুটি নদী সম্পূর্ণ আলাদা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, West Bardhaman