পশ্চিম বর্ধমানঃ নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখতে দুর্গাপুর মহকুমা আদালত চত্বর পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা ও ডিসি হেড কোয়াটার অংশুমান সাহা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা দুর্গাপুর মহকুমা আদালতের চারপাশ পরিদর্শন করেন। পাশপাশি নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, নিত্যদিন মহাকুমা আদালত চত্বরে বহু মানুষ আসেন এবং আদালতে দুর্গাপুর মহকুমার অন্তর্গত যে সমস্ত থানাগুলি রয়েছে, সেখান থেকে বহু আসামিকে দুর্গাপুর মহকুমা আদালতে আনা হয়। ফলে নিরাপত্তা বিষয়ে কোনো রকম ঢিলেঢালা যাতে না থাকে, তাই পরিদর্শন করা হল। আগামী দিনে কোর্টের চার পাশে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman