আসানসোল: নানারকম তরজার মধ্যে দিয়ে সম্পন্ন হল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। নানান ছবি ধরা পড়ল উপ নির্বাচনকে কেন্দ্র করে। নকুলদানা আর গুড় বাতাসা মধ্যে দিয়ে আসানসোলে না থেকেও, নিজের উপস্থিতি জানান দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নানারকম বিক্ষোভ, বচসার মধ্যে দিয়ে দিনভর নিজেকে খবরের শিরোনামে রাখলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। আবার তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে দেখে ভোটারদের উচ্ছ্বাস প্রকাশ পেল ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই। কিন্তু এসবের মধ্যে আসানসোল কেন্দ্রের প্রাক্তন সাংসদ অপর এক তারকা বাবুল সুপ্রিয়কে মিস করলেন শহরের মানুষ। ২০১৪ সালের নির্বাচন পর থেকে আসানসোলের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও তৃণমূল প্রার্থীকে পরাজিত করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। তারই ছেড়ে যাওয়া আসনে এবার লড়াই হল। তারকা'র বদলে লড়লেন অন্য দুই তারকা। কিন্তু ভোটের দিন বাবুল সুপ্রিয়র গাড়ি চালিয়ে বুথ পরিদর্শন মিস করলেন শহরের এই কেন্দ্রের ভোটার।২০১৪ আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয়। আসানসোলে বাবুলের হয়ে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসানসোল কেন্দ্র থেকে জয় পেয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। ২০১৯ সালে নিজের গড় ধরে রাখতে পেরেছিলেন বাবুল। নির্বাচনের সময় বাবুল সুপ্রিয় নিজে পুরো এলাকাজুড়ে চষে বেরিয়েছেন। গত দুটি লোকসভা নির্বাচনে এই ছবি দেখে অভ্যস্ত হয়েছেন শহরের মানুষ। ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় ফের জায়গা পান বাবুল সুপ্রিয়। তবে বিগত ২-৩ বছরে আমূল পরিবর্তন হয়েছে। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েছেন সাংসদ পদ থেকে। পদ্মফুলের সঙ্গ ছেড়ে নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে। তাই এবার গায়ক এর বদলে আসানসোলে নজর কাড়া তারকা প্রার্থী হয়েছেন এক নায়ক শত্রুঘ্ন সিনহা। যিনি বাবুল সুপ্রিয়র বর্তমান দল, অর্থাৎ তৃণমূলের প্রার্থী হয়েছেন। অন্যদিকে আসানসোলে এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী রয়েছেন অগ্নিমিত্রা পল। বাংলা বিনোদন জগতে তিনিও পরিচিত মুখ। ফলে এই উপনির্বাচনে এক তারকার বদলে দুই তারকা পেয়েছে আসানসোল। তবুও বাবুলের জন্য কোথাও যেন মনখারাপ শহরের কিছু মানুষের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman