আসানসোলঃ রাত পেরোলেই আসানসোল পুর নিগমের নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোট কর্মীরা হাজির হয়ে গিয়েছেন শুক্রবার সকাল থেকে। শহরের গণতন্ত্রের উৎসবে মেতে উঠতে প্রস্তুত শহরবাসীও। ১০৬ টি ওয়ার্ডের নির্বাচনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আসানসোলের ধাদকা পলিটেকনিক কলেজে খোলা হয়েছে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র। শুক্রবার সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন ভোট কর্মীরা। একে একে সবাই সংগ্রহ করেছেন ভোট সামগ্রী। তালিকায় রয়েছে ইভিএম বা ভোট যন্ত্র, বুথ কাউন্টার, হাতে লাগানোর কালি ইত্যাদি। ভোট কর্মীরা নিজেদের সামগ্রী সংগ্রহ করার পর বাসে চেপে রওনা দিয়েছে নিজেদের নির্ধারিত বুথের দিকে। ১০৬ টি ওয়ার্ডের ভোট সামগ্রী বিতরনের জন্য খোলা হয়েছে মোট ৫৩ টি কাউন্টার। শুক্রবার সকাল থেকেই সেখানে ভোট কর্মীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সকলেই নিজেদের ভোট সামগ্রী গ্রহণ করেছেন। আসানসোলের ধদকা পলিটেকনিক কলেজের ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি কেও অসুস্থ হয়ে পড়লে, তাকে যাতে দ্রুত চিকিত্সা দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মেডিকেল টিম। তাছাড়াও রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। যেকোনো রকম দুর্ঘটনা এড়াতে সামগ্রী বিতরণ কেন্দ্রের দিকে নজর রয়েছে প্রশাসনিক কর্তাদের। একেবারেই শেষ বেলায় প্রস্তুতিতে মেতে উঠেছে সবাই। রাত পোহালেই নির্বাচন। সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। ইতিমধ্যেই সমস্ত বুথ তৈরি করে ফেলা হয়েছে। বেশ কিছু বুথের দিকে কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র থেকে ইভিএম দেওয়া হয়েছে ভোট কর্মীদের হাতে। সমস্ত রকম নির্দেশিকা মেনে ভোট কর্মীরা রওনা দিয়েছেন বুথগুলির দিকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman