আসানসোল: শুরু হয়ে গিয়েছে পুরনিগাম দখলের লড়াই। শুরু হয়ে গিয়েছে রায়দান। সকাল থেকে ভোটদানের জন্য অপেক্ষা করছেন মানুষ। আসানসোল পুরনিগমের নির্বাচনকে কেন্দ্র করে এই ছবিটাই দেখা গেছে শনিবার সকাল থেকে। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লক্ষ্য করা গিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়। ভোটের দিন সকাল থেকেই শীতের তোয়াক্কা না করে লাইনে দাড়িয়েছেন মানুষ। ভোটদনের জন্য কম বয়সী থেকে বয়স্ক, সকলেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। ভোটদানের জন্য সকাল সকাল বিভিন্ন বুথের সামনে মানুষের ভিড় লক্ষ করা গিয়েছে। ভোট কর্মী এবং পুলিশকর্মীদের উপস্থিতিতে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। কমিশনের নির্দেশিকা মেনে চলছে ভোট গ্রহণ এবং ভোট দান। আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডের জন্য ভোট গ্রহণ পর্ব চলছে। ১১৮২ টি বুথে নিজেদের রায় দান করবেন শহরবাসী। সকাল থেকেই সেই কাজে নেমে পড়েছেন মানুষ। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। আসানসোল শহর ছাড়াও আসানসোল পুরনিগমের মধ্যে রয়েছে বরাকর, রানীগঞ্জ, জামুড়িয়ার একাধিক অংশ। সমস্ত ওয়ার্ডগুলিতে চলছে নির্বাচন। এই নির্বাচনে নজর রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর দিকে। সকাল থেকে মোটর ওপর শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। ভোটার কার্ড হাতে নিয়ে লাইন অপেক্ষা করেছেন মানুষ। পাশাপাশি করোনা বিধি যাতে মেনে চলা হয়, তার জন্য কমিশনের নির্দেশিকা রয়েছে। তা মেনেই চলছে ভোটদান। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োগ করা হয়েছে পর্যবেক্ষকদের। রয়েছেন সেক্টর অফিসারাও। পুরনিগমের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রয়েছেন দুজন বিশেষ পর্যবেক্ষক। তাছাড়াও রয়েছেন পাঁচজন সাধারণ পর্যবেক্ষক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman