আসানসোল: পুরসভার নির্বাচনে ব্যাপক ফলাফল করেছে তৃণমূল। ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৯১ টি ওয়ার্ড দখল করেছে ঘাসফুল শিবির। যদিও এখনও পর্যন্ত আসানসোল পুরসভার মেয়রের কুর্সিতে কে বসবেন তা স্থির হয়নি। আগামীকাল শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে আসানসোলের নতুন মেয়রের নাম ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে জোরকদমে চলছে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি। পুরসভার মেয়র এবং মেয়র পারিষদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে পুরসভা। শপথগ্রহণ অনুষ্ঠানে সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়েছেন আসানসোল পুরসভার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শপথ গ্রহণ অনুষ্ঠানস্থল নিয়ে এখনও কোনো স্থির সিদ্ধান্ত নেয়নি। তবে অনুষ্ঠানস্থল খোঁজার জন্য আসানসোলের রবীন্দ্র ভবন পরিদর্শন করলেন পুরসভার কমিশনার নিতীন সিংঘানিয়া। যদিও রবীন্দ্র ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কিনা, তা এক্ষুণি পুরসভার তরফ থেকে জানানো হয়নি। করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানস্থল ঠিক করা হবে। অনুষ্ঠানে আগত অতিথিদের সংখ্যা বেশি হলে, রবীন্দ্রভবনের বদলে কোন স্টেডিয়াম বা খোলা আকাশের নিচে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে খবর। তবে তার আগে রবীন্দ্র ভবন পরিদর্শন করেছেন পুর কমিশনার নীতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন পুরসভার একাধিক আধিকারিকরা। এই ব্যাপারে পুরসভার কমিশনের নিতীন সিংঘানিয়া জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কোথায় অনুষ্ঠান হবে, সে বিষয়ে একাধিক জায়গা দেখে রাখা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয়, তার জন্য চিন্তা ভাবনা করছে পুরসভা। সমস্ত বিধিনিষেধ মেনে পুরসভার নতুন মেয়র এবং মেয়র পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol, Paschim bardhaman