রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের সোঁদা মাটির নোনা জলের পাশাপাশি নীল আকাশের স্নিগ্ধতা জানান দিচ্ছে মা আসছেন (Durga Puja 2021)। হাতে আর মাত্র ক'দিন। পুজো প্যান্ডেল গুলির ব্যস্ততা তাই তুঙ্গে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং এক নম্বর ব্লকের গান্ধী কলোনী গ্রামবাসী বৃন্দ ও কলা কল্পের পরিচালনায় প্রতিবছরই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর থিম উঠে আসে তাদের মাতৃবন্দনায়। এ বছর তাদের থিম 'আফ্রিকার মানবজাতি' (African Culture) ।
কলা কল্পের দূর্গাপুজো (Durga Puja 2021) শুধু সুন্দরবন নয়, স্থানীয় এলাকার পাশাপাশি অন্যান্য শহরতলিতেও বেশ পরিচিতি অর্জন করেছে। এ বছর ৪৪ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। শাস্ত্রীয় রীতিনীতি মেনেই, নিষ্ঠাসহকারে হয়ে থাকে দুর্গাপুজো। তবে এবার শুধু মন্ডপ-ই নয়, প্রতিমাও তৈরি করা হচ্ছে আফ্রিকার জনজাতি (African Culture) আদলে। দেবী মাকেও দেখা যাবে আফ্রিকান সংস্কৃতির সাথে সেজে উঠতে। আফ্রিকার মানব জাতির আদলে প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পী রনিৎ পাল। শিল্পী জানান, 'আফ্রিকার জনজাতির সাথে সাদৃশ্য রেখেই দেবী মা-র রূপ ফুটিয়ে তোলা হবে'। বিগত বছর গুলির মত এ বছরও, শহুরে থিমের পুজোর সঙ্গে পাল্লা দিতে তৈরি হচ্ছে সুন্দরবনের পুজো কমিটিগুলি।
প্যান্ডেল শিল্পী মানস সাহা বলেন, দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করলেই, তাদের মনে হবে যেন প্রবেশ করেছেন আফ্রিকার (African Culture) কোন গ্রাম্য পরিবেশে। বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হবে সেখানকার জনজীবনের প্রতিচ্ছবি। ইতিমধ্যেই মণ্ডপে রং এর কাজ শুরু হয়ে গিয়েছে। আফ্রিকার আদিবাসী মানুষজনের নানান নকশাও এবারে মন্ডপে তুলে ধরা হবে। পাশাপাশি, আফ্রিকার আদিবাসী এলাকার জঙ্গলের একটি পরিবেশ সৃষ্টিরও প্রয়াস থাকছে এবারের থিমে। প্রায় ৩৫ জন কর্মী নিয়ে বাঁশ, বাটাম, প্লাইউড বোর্ড, চট, দড়ি, ফেলে দেওয়া নানান বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে গড়ে তোলা হচ্ছে মন্ডপ। কলাকল্পের পুজো কমিটির সম্পাদক বিশ্বনাথ সাহা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে খুব সমস্যার মধ্যেই মন্ডপ তৈরীর কাজ চলেছে। দু-একদিন একটু ভালো আবহাওয়া পাওয়া গিয়েছে। আবারো শোনা যাচ্ছে আবহাওয়া খারাপ হবে। সেই কারণে যতদ্রুত সম্ভব মন্ডপ এর কাজ শেষ করার চেষ্টা চলছে। সম্পূর্ণ কোভিড বিধি নিষেধ মেনেই করা হবে পুজো। থাকবে মাস্ক। বিতরণ করা হবে স্যানিটাইজার। মন্ডপ চত্বরে একসঙ্গে ২০ জনের বেশি প্রবেশ করানো হবে না বলেও জানানো হয় পূজা কমিটির পক্ষ থেকে। কলা কল্পের সভাপতি গোকুল মন্ডল, মুখ্য উপদেষ্টা শম্ভু সাহাদের তাই এখন নাওয়া-খাওয়ারও সময় নেই। রাত দিন জেগে কমিটির অন্যান্য সদস্যরাও হাত লাগিয়েছেন প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজে।
পুজো ক-দিন দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ সহ সামাজিক কাজে পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে কলা কল্প দুর্গাপূজা (Durga Puja 2021) উৎসব কমিটি। ফলে অন্যান্য পুজো গুলির পাশাপাশি এই পুজো বিশেষ আকর্ষণ এর তালিকায় থাকে ক্যানিং বাসীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, South 24 Parganas news, Sundarban, West Bengal news