#দিঘা: দিঘা মোহনায় অনুষ্ঠিত হল জাতীয় মৎসজীবী সম্মেলন। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে এদিন মৎস্যজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজ্যের মৎস্যজীবীদের বিভিন্ন সমস্যাকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে এই সম্মেলনে বিস্তর আলোচনা হয়। ভারতবর্ষের নয়টি উপকূলীয় রাজ্যের মৎস্যজীবী প্রতিনিধি দল নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ মার্চ শুক্রবার, দিঘা মোহনার দিঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভা ঘরে। দেশজুড়ে বিভিন্ন রাজ্যের মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই সম্মেলনে।
শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারম্যান অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, অন্ধ্র প্রদেশের মৎস্যজীবী সংগঠকরা প্রতিনিধিত্ব করেন। জাতীয় স্তরে মৎস্যজীবী আন্দোলনকে উন্নীত করতে নিষ্ক্রিয় হয়ে পড়া ফেডারেশন অফ ইন্ডিয়ান ফিশারী ইন্ডাস্ট্রিজ (ফিফি)কে নতুন করে সংগঠিত করার আহ্বান জানান মৎস্যজীবী সংগঠনের নেতৃত্বরা। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফিশারী ইন্ডাস্ট্রিজ (ফিফি) র বর্তমান সভাপতি প্রণব করের কথায়, মৎস্যজীবীদের নানান সমস্যা রয়েছে। অন্যতম প্রধান সমস্যা হল সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় পার্শ্ববর্তী দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়া। বঙ্গোপ সাগরের গভীরতা মাছ ধরতে যাওয়া যায়, গুজরাটের মৎস্যজীবীরা আরব সাগরে ঢুকতে পারে না। এছাড়াও পরিকাঠামোগত উন্নয়নও প্রয়োজন আছে মৎস্যজীবীদের। এছাড়াও বর্তমান সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মৎস্যজীবীদের সমস্যায় ফেলেছে। ডিজেলের জ্বালানি বৃদ্ধিতে সমস্যায় পড়েছে মৎস্যজীবীরা। ট্রলার নিয়ে সমুদ্রের মাছ ধরতে যাওয়ার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও ফিশিং হাব পরিমাণে নেই, মৎস্য শিকারের পর যেখানে এসে ট্রলার রাখা যায়। এই নানান সমস্যা নিয়ে আলোচনা হয় এদিনের এই সম্মেলনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, East Medinipur