কাঁথি: কাঁথি পৌর নির্বাচনের ভোটের প্রচারে বেরিয়ে মুখোমুখি বাকবিতন্ডা জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে যতই উত্তাপ বাড়ছে কাঁথি পৌরসভা নির্বাচন ঘিরে। কাঁথি পৌরসভার মসনদ অধিকারের লোরাই কার্যত প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে শাসক-বিরোধী উভয় দলের কাছে। ২১ টি ওয়ার্ড বিশিষ্ট কাঁথি পৌরসভা ২০১৫ সালের নির্বাচনের পর সব কটি ওয়ার্ডে জয়ী হয়ে পুর বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। পুরো বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। শেষ বিধানসভা ভোটের নিরিখে পৌরসভায় ১৫ টি ওয়ার্ডে এগিয়ে আছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ছয়টি ওয়ার্ডে এগিয়ে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে এবার কাঁথি পৌরসভা নিজেদের দখলে রাখতে। অন্যদিকে বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে শুভেন্দু অধিকারী ও কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। কাঁথি পৌরসভায় অধিকারী পরিবারের ক্ষমতা কায়েম ছিল এতদিন। এবার ভোটে কাঁথি পরিবারের কেউ প্রার্থী না হলেও কাঁথি পৌরসভা নির্বাচন অধিকারী পরিবার ও তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট। তাই প্রচার কি দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। কাঁথির ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছে রাজ্যের মৎস মন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে বাকবিতণ্ডায় জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, সিআরপিএফ ও শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান দ্বারা সুপ্রকাশ গিরির ওপর হামলা চালানো হয়। তৃণমূলের কর্মীরা এর প্রতিবাদে কাঁথি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন কাঁথি পৌরসভা নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রকাশ গিরি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Contai, Purba medinipur, Subhendu Adhikari