#পূর্ব মেদিনীপুর: স্কুল কলেজে বাগদেবীর আরাধনায় মেতে উঠল ছাত্র-ছাত্রীরা। স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাগদেবী সরস্বতীর আরাধনায় প্রতিবছর মেতে ওঠে পড়ুয়ারা। ৪ ফেব্রুয়ারি দিনভর বৃষ্টির জেরে ছাত্র-ছাত্রীদের মুখ ভার ছিল। কিন্তু সরস্বতী পুজোর দিন, বাগদেবীর আরাধনার আনন্দে মেতে উঠল পড়ুয়ারা। মহিষাদল রাজ হাই স্কুলের স্কুল ক্যাম্পাসে পুজোর আয়োজন করে পড়ুয়ারা।। মহিষাদল রাজ কলেজে পুজোর আয়োজন করে ছাত্র সংসদ। কলেজ প্রাঙ্গনে থিমের মন্ডপ সুদৃশ্য প্রতিমা। এই পুজোর উদ্বোধন করেন মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী। মহিষাদলের অপর একটি স্কুল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে পুজোর আয়োজন করে ছাত্রীরা। মণ্ডপ সজ্জা থেকে অতিথি আপ্যায়ন, ছাত্রীরা দৃঢ়তার সঙ্গে পরিচালনা করে। মহিষাদলের পাশাপাশি তমলুকের স্কুল-কলেজগুলোতে পুজোর আয়োজনে মেতে ওঠে ছাত্রছাত্রীরা। রাজকুমারী সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয় পুজোর আয়োজন করে ছাত্র-ছাত্রীরাই। অঞ্জলির পর বান্ধবী ও শিক্ষিকাদের সঙ্গে সেলফি তুলতে মেতে ওঠে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।