Home /News /local-18 /
Bengla News| Digha: পুজোর ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড়, করোনা স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে দিঘার হোটেল ও লজগুলোতে পুলিশি অভিযান

Bengla News| Digha: পুজোর ছুটিতে দিঘায় পর্যটকদের ভিড়, করোনা স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে দিঘার হোটেল ও লজগুলোতে পুলিশি অভিযান

এবার পুজোর ছুটিতে দিঘায় (Bengla news, Digha) পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকের (Bengal Tourism) ভিড়ে হোটেল লজ গুলিতে করোনা স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে জেলা পুলিশের নেতৃত্বে অভিযান চালায় দিঘা থানা।

 • Share this:

  দিঘা: সারা বছরই দিঘায় পর্যটকদের (Bengal news, tourism) আনাগোনা লেগেই থাকে। পুজোর ছুটিতে দিঘায় পর্যটকদের (Tourist) ভিড়ে তিল ধারণের জায়গা থাকে না। এবার পুজোর ছুটিতে দিঘায় (Digha) পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকের ভিড়ে হোটেল, লজ গুলিতে করোনা স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে জেলা পুলিশের নেতৃত্বে অভিযান চালায় দিঘা থানা।

  আরও পড়ুন Bengal News| Heavy Rain: নিম্নচাপের টানা বৃষ্টি, কালীপুজোর আগে বন্যার আতঙ্কে লাভপুরের বাসিন্দারা

  এ বছর পুজোর ছুটি (Durga Puja leave) শুরু হয়েছে ৮ অক্টোবর শুক্রবার থেকে, ছুটি শেষ হবে ২৪ অক্টোবর রবিবার। বন্ধ সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ। পুজোর ছুটিতে বাঙালি বাড়িতে কাটানো পছন্দ করে না। বেড়াতে যাওয়ার জন্য ভ্রমণ পিপাসু বাঙালি অপেক্ষা করে থাকে পুজার ছুটির। কিন্তু এবছরও করোনা আবহ (Coronavirus) থাকার জন্য ভিন রাজ্য বা দূরে কোথাও বেড়াতে যাওয়ার চেয়ে কাছে পিঠে দিঘাতে বেড়াতে আসাটাই পছন্দ করেছেন বহু মানুষ। আর তাই পুজোর ছুটিতে দিঘায় (Digha) পর্যটকদের ভিড়। পর্যটকদের ভিড়ে হোটেল ও লজগুলো জেলা প্রশাসনের নির্দেশ মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা খতিয়ে দেখতে অভিযান চালায় পুলিশ আধিকারিকেরা।

  পুজো ছুটি উপলক্ষে দিঘার হোটেল লজগুলিতে (Durga Puja tourism) পর্যটকদের ভিড় বেড়েছে। আর এই ভিড়ের সময়ে করোনা বিধি নিয়ে ফের তৎপর পুলিশ প্রশাসন। কতটা করোনা বিধি মেনে চলা হচ্ছে, তা খতিয়ে দেখতেই ১৭ অক্টোবর রবিবারের পর ১৯ অক্টোবর মঙ্গলবার ও এদিন বেশ কয়েকটি হোটেল লজে যান পুলিশ আধিকারিকরা।
  আরও পড়ুন লক্ষ্মীপুজোয় ইলিশ মাছ! সিউড়ির ঐতিহ্যবাহী কর্মকার বাড়ির পুজোর নিয়মই আলাদা প্রসঙ্গত, আগেই জেলা প্রশাসন নির্দেশিকা জারি করে জানিয়েছিল, করোনার ডবল ডোজ (Coronavirus vaccine) নেওয়ার সার্টিফিকেট এবং করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট (coronavirus negetive report) হাতে নিয়েই হোটেল লজে ঢুকতে পারবেন পর্যটকরা (tourism)। সেই নিয়ম এখনও বলবৎ রয়েছে। তাই নিয়মকানুন মেনে চলা হচ্ছে কিনা, হোটেলগুলিতে কর্মী এবং আগত পর্যটকরা মাস্ক ব্যবহার করছেন কিনা, কিংবা অন্যান্য সরকারি বিধিনিষেধ মেনে চলা হচ্ছে কিনা সবকিছুই খতিয়ে দেখা হয়। দিঘা থানার পুলিশ অফিসার বলেন, 'যে সমস্ত হোটেল লজে নিয়ম পালনে শিথিলতা লক্ষ্য করা গিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃ পক্ষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ফের একইভাবে অভিযান চালানো হবে।'
  Published by:Pooja Basu
  First published:

  Tags: Digha, Tourist

  পরবর্তী খবর