হলদিয়া: মনিপুর রাজ্যের মাছ পেংবা মাছ চাষে লাভের মুখ দেখছে হলদিয়ার বিভিন্ন খামারের মাছচাষিরা। পেংবা মাছের বিজ্ঞানসম্মত নাম 'অস্টিওব্রামা বেলাঙ্গিরি'। বর্তমানে মনিপুর রাজ্য থেকেই হারিয়ে যেতে বসেছে এই পেংবা মাছ। কিন্তু এই মাছ চাষে লাভের মুখ দেখছে বাংলার মাছ চাষিরা। মিষ্টি জলের সুস্বাদু এই মাছ পুকুরে অন্যান্য মাছের সঙ্গে সহজেই চাষ করা যায়। পশ্চিমবঙ্গ রাজ্যে এই মাছের চাষ সর্বপ্রথম শুরু করে হলদিয়ার মৎস্য চাষিরা। পুকুরে রুই কাতলা সহ অন্যান্য মাছের সঙ্গে পেংবা চাষ করে প্রায় কুড়ি পঁচিশ জন চাষি লাভের মুখ দেখছে। হলদিয়া থেকে বর্তমানে পশ্চিমবঙ্গ জেলা অন্যান্য জেলা থেকে এই মাছ চাষের প্রসার বাড়ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur