তমলুক: সামনেই পৌর নির্বাচন। নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক না কেন বেহাল ব্রীজ সংস্কারের দাবি তুলছে ওয়ার্ডবাসীরা। তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গঙ্গা ঘাটের কাছে খালের ওপর কংক্রিটের ব্রিজ দীর্ঘদিন বেহাল। কংক্রিটের আস্তরন খসে পড়ছে। বেরিয়ে পড়েছে লোহার কাঠামো। ব্রিজটি তাম্রলিপ্ত পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডকে শহরের মূল রাস্তা সঙ্গে সংযুক্ত রেখেছে। তাই শুধু ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই নয়, ১৩ নম্বর ১৭ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য এই ব্রিজটি ব্যবহার করে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় ঝুকি নিয়েই পারাপার করছে মানুষজনেরা। তারা আশঙ্কা করছে যে কোন মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়তে পারে। বাম জমানায় এই ব্রিজটি নির্মিত হয়েছিল। সামনের পৌরসভা নির্বাচনে ক্ষমতায় যে দল আসুক না কেন এই ব্রিজটি সংস্কার হোক এমনটাই চাইছে ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক জানা জানিয়েছে, 'শহরের মূল রাস্তার সঙ্গে সংযোগকারী এই ব্রিজটি গুরুত্বপূর্ণ। নির্বাচনে জয়ী দলের প্রার্থী জয়লাভ করুক না কেন এই ব্রিজটি সংস্কারের জন্য সচেষ্ট হয়। ঐ ওয়ার্ডের আর এক বাসিন্দা দয়াল প্রভু জানায়, 'দলমত নির্বিশেষে ব্রিজটি সংস্কার করা হোক। এই ব্রিজটি সংস্কার হলে লাভবান হবে ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই। পেশায় টোটো চালক বিশ্বজিৎ অধিকারী জানায়, ' ব্রিজটি অপেক্ষাকৃত সুরু, তাই টোটো বেরোনোর সময় এই ব্রিজ পারাপারে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত।' ভোট বৈতরণী পার করে যে দল ক্ষমতায় আসুক না কেন ব্রিজ সংস্কার হোক চাইছে বাসিন্দারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur, Tamluk