#তমলুক: করোনা আবহে বন্ধ স্কুল কলেজের পঠন পাঠন। বরাদ্দ কমেছে সরস্বতী প্রতিমা তৈরিতে। হাতে মাত্র এক সপ্তাহ বাগদেবী সরস্বতী আরাধনায়। প্রতি বছর এই সময় হলেই স্কুল-কলেজে বাগদেবীর আরাধনা নিয়ে মেতে উঠত ছাত্র-ছাত্রীরা। করোনা আবহে বন্ধ স্কুল কলেজের পঠন পাঠন। আর তাতেই বরাদ্দ কমেছে প্রতিমা তৈরীতে। সরস্বতী প্রতিমার গায়ে লেগেছে রঙের প্রলেপ। সাজসজ্জায় সেজে উঠছে প্রতিমা। কিন্তু মুখভার প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের। অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রতিমা তৈরিত বরাদ্দ অনেকটাই কম। অর্ডারও নেমে এসেছে এক-তৃতীয়াংশে। কিন্তু প্রতিমা তৈরিতে কাঁচামালের দাম অনেক বেশি। লোকসানের মুখে প্রতিমা শিল্পীরা। স্কুল কলেজ থেকে তৈরিতে বরাদ্দ কম থাকায় আকারে ছোট হয়েছে প্রতিমাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Saraswati Puja 2022, Tamluk