#হলদিয়া: মহিলা মৎস্যজীবীদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত হল হলদিয়া ব্লকে। রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল মৎস্যজীবী ক্রেডিট কার্ড। এই প্রকল্পের মাধ্যমে মাছচাষিরা কম সুদে সহজেই লোন পেতে পারবেন। দেশি মাগুরের চাষ, বড় মাছের চাষ, চারাপোনার উৎপাদন, পাঙ্গাস, তেলাপিয়া, চিতল, পাবদা, কাঁকড়া, বাগদা, ভেনামী প্রভৃতি চাষের জন্য কম সুদে লোন পাওয়া যাবে। মৎস্যচাষি, মৎস্য উৎপাদক গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী, সমবায় সকলেই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। আর সেই প্রকল্পের কি কি সুবিধা আছে সেই বিষয় সহজভাবে বুঝিয়ে বলেন হলদিয়ার মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু।
এছাড়া এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, গোকুল মাজি মৎস্য কর্মাধ্যক্ষ, দেবপ্রসাদ জানা কৃষি কর্মাধ্যক্ষ প্রমুখ। হলদিয়ার বিডিও সঞ্জয় দাস শিবিরের সাফল্য কামনা করে, জানান মহিলাদের নিয়ে এমন উদ্যোগ প্রশসংনীয়। গোকুল বাবু বলেন, মহিলাদের নিয়ে একেবারে মৎস্য খামারে এমন শিবির রাজ্যে প্রথম। মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্প বিষয়ক সচেতনতা শিবিরে এদিন তিরিশজন মহিলা উপস্থিত ছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Fishermen, Haldia