পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার হলদি নদীর উপর গড়ে ওঠা দ্বীপ নয়াচর। নয়াচরে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর মাছ চাষ করে আসছেন বেশ কিছু মৎস্যজীবী। নয়াচরে প্রায় পাঁচ হাজার মৎস্যজীবীর বাস। বহু সময় ধরে মাছ চাষ করে আসছেন এই মৎস্যজীবীরা। সম্প্রতি রাজ্য সরকার নয়াচরে ফিশিং হাব গড়ে তোলার বিষয়ে উদ্যোগ। নয়াচরে হয়েছে জমির সার্ভে। কিন্তু সেই নয়াচরের কয়েকজন মৎস্যচাষী জেলা প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন। নয়াচরে শেষ দু'বছর মাছ চাষ করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন মৎস্যজীবীরা। ২০২১ সালে ইয়াসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মাছের ভেড়ি। ইয়াসের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে ভেসে যায় মাছের ভেড়ি। মহাজনের কাছে ঋণ নিয়ে মাছ চাষ করে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাই প্রশাসনের সাহায্যে নতুন করে মাছ চাষ শুরু করতে চান ওই মৎস্যজীবীরা। এক মৎস্যজীবীর কথায়, 'প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে নতুন করে মাছ চাষ করে মহাজনের ঋণ মেটাতে প্রশাসনের সাহায্য চাই। তা না হলে মৃত্যুই একমাত্র উপায়। তাই প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছি।' এ বিষয়ে জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলা হলে তিনি জানান, সরকারি তরফে ব্যবস্থা করা হবে, কিন্তু এখনই তা বলা সম্ভব না।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur