#পূর্ব মেদিনীপুর: সম্প্রতি সিম কার্ডের কেওয়াইসি করতে গিয়ে অনলাইন প্রতারণার শিকার হয়েছে হলদিয়ার এক শিক্ষক। অ্যাপস এর মাধ্যমে কেওয়াইসি করতে গিয়ে দুটো অ্যাকাউন্ট থেকে প্রায় সাত লক্ষ টাকা গায়েব হয়ে যায় ঐ শিক্ষকের। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রায়ই বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের টাকা গায়েব হওয়ার ঘটনা সামনে এসেছে। জেলাজুড়ে অনলাইন প্রতারণা চক্র সক্রিয়। ভেলাগুড়ি অনলাইন প্রতারণা চক্র ভাঙতে উদ্যোগী হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ জানিয়েছেন, প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। অচেনা নম্বর থেকে ফোন করে তথ্য চাওয়া হলে যাচাই না করে তথ্য দেওয়া উচিত হবে না। সিআইডির সহায়তা নিয়ে অনলাইন প্রতারণা চক্রের হদিশ পেতে কাজ শুরু করা হয়েছে। অনলাইন প্রতারণা চক্র থেকে মানুষকে সচেতন করতে উদ্যোগী জেলা পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Fraud, East Medinipur