কোলাঘাটের কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চলছে দুয়ারে সরকার ক্যাম্প, ভোর রাত থেকেই ভিড় মহিলাদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।, জানা গিয়েছে এই ক্যাম্পে একাধিক সরকারি সুযোগ-সুবিধা পাবে সাধারণ মানুষ, পাশাপাশি এই ক্যাম্পে চলছে রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আবেদন। আর এ জন্য ক্যাম্পে ভোররাত থেকে লম্বা লাইন মহিলাদের।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, আর এই সরকারি সুযোগ-সুবিধা পেতে সকাল থেকেই কার্যত ভিড় জমিয়েছে স্থানীয় মানুষ জন, জানা গিয়েছে ভোর রাত থাকতেই অনেকে লাইন দিয়েছে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার লক্ষ্যে। সাধারণ মানুষ ক্যাম্পে এসে কোনো সমস্যায় বা অসুবিধার সম্মুখীন না হয় ক্যাম্প ঘুরে কাজকর্ম খতিয়ে দেখছেন নন্দকুমারের বিডিও শানু বক্সি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolaghat, Nandakumar, Purba medinipur, Tamluk