#পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রুটে বাস পরিবহন ব্যবসা প্রায় উঠতে বসেছে। করোনা আবহে দীর্ঘ প্রায় দু'বছর বাস পরিবহন ব্যবসা ক্ষতির মুখ দেখছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল চালু থাকলেও, করোনা আবহে বিভিন্ন রুটে যাত্রী নেই বললে চলে। কার্যত ফাঁকা বাস নিয়ে বিভিন্ন রুটে ছুটছে বাস। বাসের জ্বালানি তেলের দাম সহ বিভিন্ন যন্ত্রাংশের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিন ক্ষতির সম্মুখীন হয়েও জেলার বিভিন্ন রুটে ছুটে চলছে বাস। মেদিনীপুর জেলার বাস মালিক সহ বাস কর্মচারীরা আশঙ্কা করছে কতদিন এভাবে বাস চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। রুটে একদম বাস চলাচল বন্ধ হলে কর্মহীন হয়ে পড়বে মানুষ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur, Purba medinipur