তমলুক, পূর্ব মেদিনীপুর: দিন দিন বেহাল অবস্থা তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরের। মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর জেলা গঠিত হলে তমলুক মহাকুমার হাসপাতাল উন্নীত হয় পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে। কালের নিয়মে বয়ে গেছে সময়। দিন যত যাচ্ছে ততই হাসপাতাল চত্বরে অস্বাস্থ্যকর ছবি ফুটে উঠছে। জেলা হাসপাতাল চত্বর ভাসছে ড্রেনের নোংরা জলে। শুধু বর্ষাকাল নয় বছরের সব সময়ই ড্রেনের জল উপচে পড়ছে হাসপাতাল চত্বরে। সব সময় জল জমে আছে হাসপাতালে আন্তঃবিভাগ এর সামনে। এছাড়াও জল জমে আছে ক্যাজুয়ালটি ওয়ার্ড এর সামনে। জলের ওপর দিয়েই যাতায়াত করতে হয় রোগীর পরিজন ডাক্তার নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীদের। এছাড়াও হাসপাতাল চত্বরে আগাছার জঙ্গল আগাছা ও নোংরা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় গড়ে উঠছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ যা জেলা বাসীর কাছে গর্ব। কিন্তু মেডিকেল কলেজ তৈরি হলেও জেলা হাসপাতালে এই বেহাল অবস্থা মেনে নিতে পারছে না রোগীর বাড়ির আত্মীয় স্বজনেরা। চিকিৎসার প্রয়োজনে আসা এক রোগীর আত্মীয়ের কথায়, 'জেলা হাসপাতাল চত্বর ড্রেনের জলে ডুবে থাকে। যাতায়াতের সমস্যা হয়। হাসপাতাল চত্বর তো বটেই এছাড়াও বর্ষাকালে ডুবে যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। জেলা হাসপাতাল কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়া উচিত।' হাসপাতাল চত্বর এর এই বেহাল অবস্থা নিয়ে ওয়াকিবহাল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্র থেকে জানা যায়, তাম্রলিপ্ত মেডিকেল কলেজ তৈরি হওয়ার ফলে জেলা হাসপাতালে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। ড্রেনগুলি বদ্ধ প্রায়। ড্রেন পরিস্কার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur, Tamluk