দীঘা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রণ (Omikron) নিয়ে বিশ্বজুড়ে বিশেষ বার্তা দিয়েছে। করোনার ওমিক্রণ (Omikron) স্ট্রেন এখন বিশ্বজুড়ে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ ওমিক্রণ (Omikron) নিয়ে বাড়তি সর্তকতা অবলম্বন করা শুরু করেছে। আর এরই মধ্যে ইংরেজি নববর্ষের (New Year) ছুটিতে দীঘায় পর্যটক এর ঢল নেমেছে। দীঘায় কোনও হোটেলের (Hotel) বুকিং খালি নেই। নববর্ষে (New Year) দীঘায় জনবিস্ফোরণ পঁচিশে ডিসেম্বর পার্কস্ট্রীটকেও ছাড়িয়ে যাবে এমনটাই আশঙ্কা করছে প্রশাসন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে জেলা প্রশাসন। নববর্ষে (New Year) দীঘায় ভিড় যত বাড়বে ততই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন করোনা সংক্রমনের নতুন স্ট্রেন ওমিক্রণ যাতে ব্যাপক প্রভাব বিস্তার না করতে পারে সচেষ্ট হয়েছে। বর্ষবিদায় ও বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটনকেন্দ্র। দীঘা, নিউ দীঘা, উদয়পুর, শংকরপুর, তাজপুর, মন্দারমণি সহ পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী সব পর্যটন কেন্দ্রগুলিতে উৎসবের ছবি। শুধু জেলার সমুদ্র সৈকত লাগোয়া পর্যটনকেন্দ্র নয় অন্যান্য পর্যটন কেন্দ্র একই ছবি বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের একই ছবি ধরা পড়ছে। বর্ষবিদায় ও বর্ষবরণের উল্লাস যত বাড়ছে ঠিক ততটাই করোনা নিয়ে চিন্তিত প্রশাসন। প্রায় দু বছর অতিক্রম করলেও করোনা ভাইরাস এখনও পিছু ছাড়েনি। করোনাভাইরাস এর নতুন স্ট্রেন ওমিক্রণ চোখ রাঙাচ্ছে। ওমিক্রন এর প্রভাবে বর্তমানে প্রতিদিন বেড়েই যাচ্ছে আক্রান্তের সংখ্যা। তাই ব্যাপক ভিড় এড়াতে জোর দেওয়া হয়েছে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর। বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের মধ্যে করোনা বিধি মানার প্রবণতা বাড়াতে তৎপর প্রশাসন। পর্যটকদের মধ্যে করোনা সচেতনতার জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র মাইকে লাগাতার সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। মাইকে প্রচার চালানোর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা স্থানীয় থানার পুলিশরা করোনা স্বাস্থ্যবিধি মেনে না চলার জন্য পর্যটকদের গ্রেফতার করছে। ৩১ ডিসেম্বর শুক্রবার সকাল থেকেই দীঘা সমুদ্র সৈকতে দীঘা থানা ও দীঘা মোহনা থানার উদ্যোগে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং প্রচার হয়। পর্যটকদের মাস্ক ব্যবহারের জন্য কড়া নির্দেশিকা জারি হয়। কিন্তু দেখা যায় পর্যটকেরা মাস্ক ছাড়াই সমুদ্র সৈকতে অবাধ ঘোরাফেরা করছে। শুধুমাত্র মাইকিং করেই চুপ থাকেনি প্রশাসন। করোনা স্বাস্থ্যবিধি না মানার কারণে দীঘা সমুদ্র সৈকত এলাকায় এদিন কুড়িজন পর্যটকদের গ্রেফতার করে দীঘা থানার পুলিশ। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, শুধু ৩১ ডিসেম্বর না করোনা স্বাস্থ্যবিধি নিয়ে দীঘা সমুদ্র সৈকতে লাগাতার অভিযান চালাবে পুলিশ প্রশাসন। ওমিক্রণ চোখ রাঙালে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তৎপর তার প্রভাব থেকে জেলাকে বাঁচিয়ে রাখতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Purba medinipur