নন্দকুমার: জাতীয় সড়কে দুর্ঘটনা, দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে জাতীয় সড়কে পাশে থাকা একটি খাবারের হোটেলে। জাতীয় সড়কের পাশ দিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে খাবারের হোটেলে ঢুকে পড়ে ডাম্পার। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর। ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারী রবিবার নন্দকুমার থানার অন্তর্গত খঞ্চি বাজারের কাছে। কোলাঘাট হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়কে খঞ্চির হাঁসগেড়িয়া কাছে হলদিয়া গামী একটি ডাম্পার দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরে জাতীয় সড়কের পাশে থাকা একটি খাবারের হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর। এই দুর্ঘটনায় তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে মৃত্যু হয় আরও এক মহিলার। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছে আরওদুজন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের মতে জাতীয় সড়কে হাঁসগেড়িয়া কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। নাকা চেকিং এড়াতে ডাম্পারটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়া পথচারীদের ধাক্কা মেরে খাবারের হোটেলে ঢুকে পড়ে। জাতীয় দুর্ঘটনা এড়াতে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক কন্ট্রোল ইউনিট নতুন ট্রাফিক আইন চালু করেছে। চলছে জেলা জুড়ে তার প্রচার। নতুন ট্রাফিক আইনে বর্ধিত হয়েছে। দুর্ঘটনা কমাতে পথ নিরাপত্তায় জোর দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক ইউনিট। তারপরেও জাতীয় সড়ক ও রাজ্য সড়কে দুর্ঘটনা কমার লক্ষণ নেই। গত সপ্তাহেই নন্দকুমার এ পথ দুর্ঘটনায় প্রাণ হারায় দমকল বিভাগের কর্মী। এবার বেপরোয়া গতির শিকার হল এক মহিলা ও এক শিশু। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম পার্বতী জানা বয়স ৪০ এবং বাচ্চাটির নাম অনুপ মল্লিক বয়স ১০। বাড়ি নন্দকুমার থানা বেতালদিঘি গ্রামে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur