মহিষাদল: নতুন জীবন শুরু করল নিষিদ্ধপল্লির যুবতী। ঘটনাটি ঘটেছে মহিষাদলে। স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হল ওই যুবতী। নারী চক্র পাচারের খপ্পরে পড়ে নিষিদ্ধপল্লীতে আসে ওই যুবতী। নিষিদ্ধ পল্লীতে এসেও ঘর সংসার বাঁধার স্বপ্ন দেখত ওই যুবতী। মহিষাদল বাসুলিয়া গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। স্থানীয় একটি সংস্থার উদ্যোগে ভালোবাসায় আবদ্ধ হওয়া দুটি মন এক হল। প্রবেশ করলো নতুন জগতে। যুবতী পেল ঘর সংসার স্বামী পরিজন। জানা যায় ঝুমা নামে ওই যুবতী মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। নারী চক্রের খপ্পরে মহিষাদলের একটি নিষিদ্ধ পল্লীতে আসে। তারপর থেকেই নিষিদ্ধ পল্লীতে বসবাস। মহিষাদলের বাসিন্দা যুবক ছোট্টু দাস পেশায় খাবারের হোটেল ব্যবসায়ী। প্রতিদিন সকাল সন্ধ্যা খাবার ডেলিভারি সূত্রে পরিচয় হয় নিষিদ্ধ পল্লীর ঝুমার সঙ্গে। ধীরে ধীরে গড়ে ওঠে প্রণয়ের সম্পর্ক। স্থানীয় সংস্থা নীহারিকার উদ্যোগে দেবী সরস্বতী প্রতিমার সামনে মন্ত্রোচ্চারণ, সাতপাক ও সিঁদুরদানের মাধ্যমে এক হল। নিষিদ্ধ পল্লীর অন্ধকার থেকে আলোয় ফিরে এল ঝুমা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur