পাঁশকুড়া: লুনারঅ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে স্ত্রীর জন্য ভালোবাসার উপহার স্বরূপ চাঁদের জমি কিনে দিল পাঁশকুড়ার এক শিক্ষক। ভ্যালেন্টাইনস ডেতে সেই উপহার পেরে স্ত্রী আপ্লুত। ভ্যালেন্টাইনস ডে মানে নিজের প্রিয়জনকে ভালো উপহার দেওয়া। কেউ গোলাপ কেউ টেডি, কিংবা কেউ আবার কোন দামী উপহার দিয়ে প্রেম নিবেদন করে । কিন্তু শান্তনু ও সায়ন্তিকার ভালোবাসা তাক লাগিয়ে দিয়েছে গোটা পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুরকে। ভালোবাসা দিবসে উপগ্রহ চাঁদের কেনা এক একর জায়গার ম্যাপ নিজের স্ত্রী সায়ন্তিকার হাতে তুলে দিলেন স্বামী শান্তনু চক্রবর্তী। পাঁশকুড়ার দক্ষিণ চাঁচিয়াড়া গ্রামের বাসিন্দা শান্তনু বাবু পেশায় পদার্থ বিদ্যার শিক্ষক এবং তাঁর স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তী তাম্রলিপ্ত কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। বিবাহিত জীবনের পর থেকে ১৪ ফেব্রুয়ারি সাধারণদের মতোই গোলাপ বা সামান্য উপহার সামগ্রী স্ত্রীর হাতে তুলে দিতেন শান্তনু বাবু। কিন্তু মনের উদ্যমে তিনি কাউকে কিছু না জানিয়ে নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টায় আবেগ প্রবন হয়ে মহাকাশে থাকা চাঁদের এক একর জায়গা কিনে ফেলেছেন ভালোবাসা দিবসে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। ভ্যালেন্টাইনস ডে তে স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তীর হাতে তুলে দিলেন সেই কাগজপত্র। ২০২২ এর জানুয়ারি মাসের প্রথম থেকে চাঁদে এক একর জমি কিনে নিলেন টাকার বিনিময়ে। শান্তনু বাবু ইউ এস এ-এর লুনার অ্যাম্বাসিওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন চাঁদে জায়গা কেনার জন্য। পেপল অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করে চাঁদে জায়গা কিনেও ফেলেছেন,যা তাঁর স্ত্রী সায়ন্তিকার হাতে সেই কাগজপত্র তুলে দিয়ে ভালোবাসা জানালেন। শান্তনু চক্রবর্তী বলেন তিনি দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন এই দিনটার জন্য। স্বামীর থেকে ভ্যালেন্টাইনস ডের দিন এমন উপহার পেয়ে আপ্লুত স্ত্রী সায়ন্তিকা চক্রবর্তী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba medinipur