পূর্ব বর্ধমান : ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে বুধবার রাতে মেমারীর হাজিপুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই ভাই এর। বৃহস্পতিবার বর্ধমান পুলিশ মর্গে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায় মেমারী থানার পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মেমারী এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সেখ মহসিন আলী,বয়স ২২ বছর । এবং ছোটো ভাই শেখ ইমরান আলী বয়স ১৯ বছর। দুজনেরই বাড়ি মেমারীর মকলামপুরের পশ্চিম পাড়া এলাকায় । রাতের অন্ধকারে সব গাড়িই দ্রুত গতিতে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয়রা প্রথমে দেখতে পান দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে। তাঁরাই খবর দেন স্থানীয় বাজারে । সেখান থেকেই খবর পায় পরিবারের সদস্যরা । খবর পেয়ে ছুটে আসেন তাঁরা। ততক্ষনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করে । এরপর স্থানীয় , পুলিশ ও পরিবারের সদস্যরা মিলে মৃতদেহ দুটি নিয়ে যায় বর্ধমান পুলিশ মর্গে । পারিবারিক সূত্রে জানা যায় শেখ ইমরান আলী এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পারিবারিক সূত্রে আরও জানা যায় , ঈদ উপলক্ষে গ্রাম দেবীপুরে ঘুরতে গিয়েছিল দুই ভাই। ফেরার পথে ঘটে পথ দুর্ঘটনাটি। তারা একটি ট্রাক্টর এর পিছনে গিয়ে ধাক্কা মারায় এমন দুর্ঘটনা ঘটে বলে পরিবারের অনুমান। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ । মৃত দুজনের আত্মীয় হীরা শেখ বলেন, ঈদ উপলক্ষে ঘুরতে গিয়েছিল দুই ভাই। বাইক নিয়ে বেরিয়েছিল । কিন্তু সেই ঘোরাই যে কাল হল। তাঁর অনুমান লরির পিছনে বাইক নিয়ে ধাক্কা মারে দুই ভাই তার ফলেই এই দূর্ঘটনাটি ঘটে। Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Memari, Purba bardhaman