#পূর্ব বর্ধমান- মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গাড়ি সহ দুই ব্যক্তিকে আটক করল পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ। শহরের পুরসভার কাছে একটি গাড়ি বেপরোয়াভাবে অন্যান্য গাড়িগুলিকে ওভারটেক করে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। বর্ধমান পুরসভার সামনে যে ট্রাফিক পোস্ট আছে, সেখানকার কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা গাড়িটিকে বারবার দাঁড়ানোর কথা বললেও তাদের কথায় কর্ণপাত করেনি তারা। পরে জেলা ট্রাফিক পুলিশের ওসি চিন্ময় ব্যানার্জি গাড়িটিকে পুরসভার পান্থশালাযর সামনে আটক করে, গাড়িতে বসা দুজন চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় তাদের বাড়ি করজনা চটিতে। কথা বলার সময় বোঝা যায় গাড়িতে সওয়ার দুই যাত্রীর মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে গাড়িতে তল্লাশির নির্দেশ দেন চিন্ময় বাবু। সেই তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বেশ কিছু মদের বোতল উদ্ধার হয়। গাড়িটিতে লাগানো ছিল 'ডক্টর লোগো' র স্টিকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman