#পূর্ব বর্ধমান : খন্ডঘোষ ব্লকের তোড়কোনা গ্রামে রয়েছে তোড়কোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে থাকেন তোড়কোনা গ্রামের মানুষ সহ পার্শ্ববর্তী ১৫ টি গ্রামের মানুষ (East Bardhaman News)। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে তোরকোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসেন বহু মানুষ। তবে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন কার্যত ভগ্নপ্রায় অবস্থায়। স্বাস্থ্যকেন্দ্রের বিল্ডিং এর বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে, কোথাও আবার বিল্ডিং এর ছাদের ভিতরের অংশ থেকে ছেড়ে পড়ছে সিমেন্ট বালি। বিল্ডিং এর যা অবস্থা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষজন। শুধু তাই নয়, অভিযোগ, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক যেমন নেই, তেমনি পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য কর্মী ও পরিমাণ মতো ওষুধপত্র পাওয়া যায় না। এই নিয়ে নিশ্চুপ স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ।
নজরে আসলেও, কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না, বলে দাবি করছেন স্থানীয়রা। তাঁরা জানান, চিকিৎসক নেই ওষুধপত্র পাওয়া যায় না (East Bardhaman News)। স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। সন্ধ্যে হলেই অসাধু কাজকর্ম শুরু হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে মদের বোতল। এই রকম পরিস্থিতির মধ্যে চিকিৎসা করাতে আসতে হয় এখানে। এই একটাই স্বাস্থ্যকেন্দ্র ভরসা। অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্র নিজের পুরনো ছন্দে ফিরে আসুক এটাই আশা তাঁদের। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে তোড়কোনা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসক না থাকায় রোগীর সংখ্যাও কমছে ধীরে ধীরে। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এরকম অবস্থায় কবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এখন সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন (East Bardhaman News)।Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Doctors, East Bardhaman, Medicine