হোম /খবর /পূর্ব বর্ধমান /
পাঁচটি পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা

Purba Bardhaman: পাঁচটি পুরসভার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা

পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নামের ঘোষনা হল পূর্ব বর্ধমানে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পূর্ব বর্ধমান: পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নামের ঘোষনা হল পূর্ব বর্ধমানে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ বর্ধমান পুরসভা সহ জেলার পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা হল এদিন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বর্ধমান , মেমারী , কাটোয়া, দাঁইহাট ও কালনা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা করেন । জেলার গুসকরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নাম আগেই ঘোষণা করেছিলেন গুসকরার দায়িত্বপ্রাপ্ত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এদিন এই নাম ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম-সহ একাধিক জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরাও। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস , বিধায়ক নবীন বাগ , বিধায়ক নেপাল ঘড়ুই প্রমুখরা।এক ঝলকে দেখা যাক তালিকা:

    বর্ধমান পুরসভা-চেয়ারম্যান - পরেশচন্দ্র সরকারভাইস চেয়ারম্যান - মৌসুমী দাস
    কাটোয়া পুরসভা -চেয়ারম্যান - সমীর সাহাভাইস চেয়ারম্যান - লখীন্দর মন্ডলমেমারী পুরসভা-চেয়ারম্যান - স্বপন বিষয়ীভাইস চেয়ারম্যান - সুপ্রিয় সামন্তকালনা পুরসভা-চেয়ারম্যান আনন্দ দত্তভাইস চেয়ারম্যান - তপন পোড়েলদাঁইহাট পুরসভা -চেয়ারম্যান - শিশির মন্ডলভাইস চেয়ারম্যান - অজিত ব্যানার্জীগুসকরা পুরসভা -চেয়ারম্যান- কুশল মুখার্জীভাইস চেয়ারম্যান- বেলী বেগমতৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্বের একাংশ সূত্রে খবর , নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য অনেকেই রাজ্য নেতৃত্বের কাছে তদারকি শুরু করে দিয়েছিলেন । এরই পাশপাশি বিধায়কের এবং জেলা সভাপতি ও মন্ত্রীর তৈরি করা একটি করে লিস্ট রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়েছিল ।
    First published:

    Tags: Purba bardhaman