পূর্ব বর্ধমান: পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নামের ঘোষনা হল পূর্ব বর্ধমানে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষমেষ বর্ধমান পুরসভা সহ জেলার পাঁচটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা হল এদিন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বর্ধমান , মেমারী , কাটোয়া, দাঁইহাট ও কালনা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঘোষণা করেন । জেলার গুসকরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নাম আগেই ঘোষণা করেছিলেন গুসকরার দায়িত্বপ্রাপ্ত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এদিন এই নাম ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম-সহ একাধিক জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরাও। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস , বিধায়ক নবীন বাগ , বিধায়ক নেপাল ঘড়ুই প্রমুখরা।এক ঝলকে দেখা যাক তালিকা:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba bardhaman