Home /News /local-18 /
 East Bardhaman News- স্বাস্থ্য কেন্দ্রে বসেই পরীক্ষা দিল দুই মাধ্যমিক পড়ুয়া 

 East Bardhaman News- স্বাস্থ্য কেন্দ্রে বসেই পরীক্ষা দিল দুই মাধ্যমিক পড়ুয়া 

title=

পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল মন্তেশ্বর ব্লকের ভাগড়া হাইস্কুলের দুই ছাত্রী। তাঁদের ভর্তি করা হল মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে

 • Share this:

  #পূর্ব বর্ধমান : পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ল মন্তেশ্বর ব্লকের ভাগড়া হাইস্কুলের দুই ছাত্রী। তাঁদের ভর্তি করা হল মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রে বসেই পরীক্ষা দিলেন নাসমিন খাতুন ও সুরজা খাতুন নামের দুই ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পরই অসুস্থ হয়ে পড়েন এই দুই পড়ুয়া। এরপর পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে না পারায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই চিকিৎসাধীন আছেন দুই পড়ুয়া।খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছোয় ছাত্রীদের পরিবারের সদস্যরা।

  এ বিষয়ে ভাগড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস আলি শেখ জানান, মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্রী পরীক্ষা দিতে যায় এদিন। পরীক্ষার হলে ঢুকেই অসুস্থ হয়ে পড়ে নাসমিন খাতুন। অন্যদিকে সুরজা খাতুন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। দুজনকেই এদিন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

  উল্লেখ্য, অনলাইনে পড়াশোনা করার পর অফলাইনে পরীক্ষা দিতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। ফলে অনেক পড়ুয়াই মানসিক দুশ্চিন্তায় ভুগছেন। যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কেউ পরীক্ষার হলে গিয়ে তো কেউ বাড়িতেই পরীক্ষার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। কেউ আবার আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। স্কুলের শিক্ষকরাও বলছেন, এবছর পরীক্ষার্থীদের মধ্যে অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি। এই সমস্তটাই পড়ুয়াদের মানসিকভাবে দুর্বল হয়ে থাকার ফল।

  First published:

  Tags: East Bardhaman, Madhyamik 2022

  পরবর্তী খবর