পূর্ব বর্ধমান: তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের(Burdwan University) দূরশিক্ষা বিভাগের এম এ পার্ট-টু পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি। স্বাভাবিক ভাবেই ছাত্র ছাত্রীদের হাতে আসেনি মার্কশিট(Marksheet)। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফল প্রকাশের আবেদন জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ। আর শেষমেশ এই দাবিতেই কলা বিভাগের প্রায় চারশো ছাত্র ছাত্রী তুমুল বিক্ষোভ দেখালো বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে (Rajbati Campus)পরীক্ষা নিয়ামকের দপ্তরে। পড়ুয়াদের অভিযোগ, ২০১৯ - ২০২১ শিক্ষাবর্ষের সময়সীমা পার হয়ে গেলেও এম এ পার্ট-২ পরীক্ষার ফলাফল(Result of MA Part 2) বের করতে পারেনি কর্তৃপক্ষ। বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ পড়ুয়াদের । মিথ্যে আশ্বাস দিয়ে বার বার ঘোরাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। পড়ুয়াদের আরোও অভিযোগ পরীক্ষা ২০২১ এর সেপ্টেম্বর মাসে হবার কথা থাকলেও তা নেওয়া হয় ২০২২ সালের জানুয়ারি মাসে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখনও ফলপ্রকাশ না হওয়ায় তারা অন্য কোর্সে ভর্তি হলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ছাত্র ছাত্রীরা জানিয়েছেন, তারা মাইগ্রেসন জমা দিতে পারে নি। ফলে যেকোন সময় সেই কোর্সে ভর্তিও তাদের বাতিল হতে পারে। ফলপ্রকাশ ও মাইগ্রেসন এই দুই দাবিতে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের(Controller of University) দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দূরশিক্ষা বিভাগের মাষ্টার ডিগ্রীর পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে কন্ট্রোলারের দপ্তরের গেটে তালা লাগিয়ে দিলে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রীরা জড়ো হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। এই তীব্র গরমের মধ্যেও রীতিমতো পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভ আন্দোলনে(Agitation) সামিল হয় তারা। তাদের দাবি, অবিলম্বে মাষ্টার ডিগ্রির ফলাফল প্রকাশের দিনক্ষণ লিখিত ভাবে জানাতে হবে। যতক্ষণ না পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ(Burdwan University Authority) লিখিত কিছু দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ আন্দোলন চলবে বলে হুশিয়ারী দেয়।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।