#পূর্ব বর্ধমান : ২৪ তম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ছ' টি পদক জিতে নিল বর্ধমানের প্রতিযোগীরা (East Bardhaman News)। দুটি সোনা, দুটি রূপো ও দুটি ব্রোঞ্জ পদক জিতে নিল প্রতিযোগীরা। বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পরিচালনায় ১৬ ও ১৭ এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যব্যাপি ক্যারাটে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বলে আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে।
তিনি আরও বলেন, জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় আশাব্যঞ্জক ফল করেছে। ২৩ কেজি পুরুষ বিভাগে সোনা জিতেছেন ধ্রুবজিত দত্ত। ঈশানী গুপ্তা ৪০ কেজি মহিলা বিভাগ সোনা জিতেছেন। নৌরিন আহমেদ অনূর্ধ্ব ২১ বছরের ৬৮ কেজি মহিলা বিভাগে রূপো জিতেছেন। সৃজা দাস অনূর্ধ্ব ২১ বছরের ৪৫ কেজি মহিলা বিভাগে রূপো জিতেছেন। শ্রেয়সী ঘোষ ১২ বছরের ৪০ কেজি মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। আর সোহান মুখার্জী ১৫ বছর ঊর্ধ্বে ৭০ কেজি পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
কোভিডের কারণে দীর্ঘদিন রাজ্য ক্যারাটে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি। এই প্রতিযোগিতার সকল পদক বিজয়ীরা আসন্ন ইস্ট ইন্ডিয়া জোনাল ক্যারাটে প্রতিযোগিতায় এবং স্বর্ণপদক বিজয়ীরা আসন্ন জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছেন। সব মিলিয়ে পূর্ব বর্ধমানের এই সাফল্যে খুশি সকলেই।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman, Karate