পূর্ব বর্ধমান:বর্ধমানের নামজাদা কলেজ গুলির মধ্যে একটি কলেজ হল বর্ধমান উইমেন্স কলেজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এই কলেজ। এই কলেজের পুরো নাম মহারাধীরাজ উদয় চাঁদ মহিলা কলেজ, যা বর্তমানে উইমেন্স কলেজ হিসেবেই পরিচিত। বর্তমানে এই কলেজে কলা ও বিজ্ঞান বিভাগ রয়েছে। এই কলেজে মোট আসন সংখ্যা রয়েছে ১৯৫০ টি। শুধু বর্ধমান নয় দূরদূরান্ত থেকে অনেকেই আসেন এই কলেজে পড়ার জন্য। তাই ছাত্রীদের সুবিধার্থে তিনটি হোস্টেল রয়েছে এই কলেজের। হোস্টেলে প্রায় ৫০০ জন ছাত্রী সুযোগ পায়। সৌরশক্তিকে কাজে লাগিয়ে গরম জলের ব্যবস্থা করা হয়েছে হোস্টেল গুলিতে। ইন্টার্নশিপ এর ব্যবস্থাও রয়েছে এই MUC উইমেন্স কলেজে। যারা বর্তমানে যে কোর্স গুলি করছে তারাই আগামীদিন সেই বিষয়ে শিক্ষিকা হয়ে উঠবে এই লক্ষ্যে এগিয়ে চলেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পাঠক্রমে কি কি বিভাগ রয়েছে: ১৬ টি বিভাগে অনার্স পড়ানো হয় এই কলেজে। কলা বিভাগে যে সব বিষয়ে পড়ার সুযোগ পাবে ছাত্রীরা: *বাংলা *ইংরেজি *সংস্কৃত *দর্শন *ইতিহাস *ভূগোল অর্থনীতি *রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বিভাগে যে বিষয়েগুলি ছাত্রীরা পড়ার সুযোগ পাবে : *পদার্থবিদ্যা *রসায়ন *অংক *প্রাণীবিদ্যা *উদ্ভিদবিদ্যা *মাইক্রোবায়োলজি *কম্পিউটার বিজ্ঞান শীঘ্রই বেশ কিছু নতুন বিভাগ শুরু হবে
পরিবেশ বিজ্ঞান হিন্দী অনার্স অন্যান্য কোর্স করানো হয়ে থাকে 30 ঘণ্টার সার্টিফিকেট কোর্স চকলেট ম্যাকিং কোর্স বিউটিশিয়ান কোর্স 30 ঘণ্টার ল্যাঙ্গুয়েজ কোর্স (ফ্রেন্চ, স্প্যানিশ, উর্দু) পেন্টিং, এমব্রয়ডারি কোর্স কলেজে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরই কলেজে ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয় কলেজের ওয়েবসাইটে (website) । কলেজের ওয়েবসাইট - www.mucwcburdwan.org Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Burdwan, East Burdwan News