হোম /খবর /পূর্ব বর্ধমান /
বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ শুরু করেছে বর্ধমান উন্নয়ন সংস্থা

East Bardhaman News- পাঁচ কোটি টাকা ব্যয় করে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজ শুরু হল পূর্ব বর্ধমানে 

 প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজ শুরু হয়েছে পূর্ব বর্ধমানের ১৬ নং ওয়ার্ডে

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    #পূর্ব বর্ধমান: নতুন দায়িত্বভার গ্রহণ করার পরই একাধিক বকেয়া কাজ দ্রুত বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থর চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত (East Bardhaman News)। এর মধ্যে উল্লেখযোগ্য হল বর্ধমান শহরের দামোদর নদের ধারে ১৬ নং ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করে বৈদ্যুতিক চুল্লি বসানোর কাজ। এই বৈদ্যুতিক চুল্লি তৈরি করবে বর্ধমান উন্নয়ন দফতর। এই নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে বলে বর্ধমান উন্নয়ন সংস্থা সূত্রে খবর। ইতিমধ্যে বৈদ্যুতিক চুল্লি তৈরির জন্য মাটি পরীক্ষার কাজ হয়ে গেছে। জানা গিয়েছে, সেচ দফতর ও পূর্ত বিভাগের জায়গার উপর এই বৈদ্যুতিক চুল্লি তৈরি হবে।পাশাপাশি শ্মশান পর্যন্ত শব যাত্রীদের জন্য তৈরি করা হবে প্রশস্ত রাস্তাও বলে জানা গিয়েছে।বর্ধমান শহরের শ্মশান নির্মল ঝিলের উপর চাপ কমাতে, শহরের লাগোয়া অন্যত্র আরেকটি আধুনিক প্রযুক্তির শবদাহ করার জায়গা তৈরি করতে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন প্রাক্তন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (East Bardhaman News)।

    এ বিষয়ে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত জানান, "একাধিক নতুন পরিকল্পনার গ্রহণের পাশাপশি প্রাক্তন প্রয়াত চেয়ারম্যান ড. রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের বেশকিছু জনস্বার্থে গৃহীত উন্নয়নমূলক পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে এই বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজও রয়েছে। আগামী এপ্রিল মাসে এই কাজের টেন্ডার প্রক্রিয়ার কাজ শুরু হবে। এই প্রোজেক্টের জন্য জায়গা চিহ্নিত করে পরিদর্শন করে দেখা হয়ে গিয়েছে।" এই বৈদ্যুতিক চুল্লি তৈরি হলে বর্ধমান এক ও দুই ব্লকের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলেও জানান তিনি। উল্লেখ্য, বর্ধমান এক ও দুই ব্লকে বড় কোন শ্মশান নেই(East Bardhaman News)। ফলে এই বৈদ্যুতিক চুল্লি তৈরি হলে দুটি ব্লকের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি দক্ষিণ দামোদর এলাকার বহু গ্রামের মানুষজনও উপকৃত হবেন।

    Malobika Biswas
    First published:

    Tags: East Bardhaman