• Home
 • »
 • News
 • »
 • local-18
 • »
 • Bangla News: টানা বৃষ্টিতে নষ্ট আমন ধানের জমি, কপালে ভাঁজ ধান চাষীদের

Bangla News: টানা বৃষ্টিতে নষ্ট আমন ধানের জমি, কপালে ভাঁজ ধান চাষীদের

Bangla news: বৃষ্টির জেরে জলের নিচে আমন ধানের জমি। ফলে নষ্ট ধান চাষ। চিন্তায় ধান চাষীরা। 

Bangla news: বৃষ্টির জেরে জলের নিচে আমন ধানের জমি। ফলে নষ্ট ধান চাষ। চিন্তায় ধান চাষীরা। 

Bangla news: বৃষ্টির জেরে জলের নিচে আমন ধানের জমি। ফলে নষ্ট ধান চাষ। চিন্তায় ধান চাষীরা। 

 • Share this:

  #পূর্ব বর্ধমান : লাগাতার নিম্নচাপের বৃষ্টি। যার জেরে পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় চাষের জমিতে জমেছে জল। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে নষ্ট হয়েছে ধান। একইভাবে জেলার কাটোয়া দু'নং ব্লক এলাকার চাষের বিঘার পর বিঘা জমি হয়েছে নষ্ট । শীতের মরশুমের আগে এভাবে ধানের জমি নষ্ট হওয়ায় কপালে চিন্তার ভাঁজ চাষীদের ।

  নন্দীগ্রামের বাসস্ট্যান্ড এলাকার মাঠের জমিতে গিয়ে চাষীরা দেখেন ঝড়ো হাওয়া ও বৃষ্টির জেরে সব ধান নষ্ট হয়ে গেছে । এনিয়ে চাষীরা জানান, ঝড়ো হাওয়ার কারণে ধান সব মাটিতে পড়ে গেছে । জলের তলায় চলে গেছে সব ধান । ধান থেকে বেরোচ্ছে জল । এবার মাঠ থেকে বাড়িতে ধান নিয়ে যেতে পারবোনা মনে হচ্ছে। একে তো করোনার জেরে সংসার চালানো মুশকিল হয়ে গেছে । তার উপর এভাবে যদি চাষ বাসের বার বার ক্ষতি হয় তাহলে ছেলে বউ নিয়ে বেঁচে থাকা দায় হয়ে যাবে ।

  এলাকারই বিজন রায় নামে এক চাষি বলেন, " টানা তিন দিনের বৃষ্টিতে সব ধান জমিতে শুয়ে পরেছে। এই ধান আর বাঁচাতে পারবো না । ধান থেকে কল বেড়িয়ে আসছে। দু বিঘা জমিতে আমন ধান চাষ করয়েছিলাম। সব নষ্ট হয়ে গেল। এত বড় ক্ষতি জানি না কি করে মেটাবো । "

  ভরা বর্ষার মরশুমে আগেই চাষিদের জমির ফসল নষ্ট হয়েছিল । ধান থেকে শুরু করে সবজি নষ্ট হয়েছিল কয়েকশো হেক্টর চাষের জমি। এরপর ফের চাষ শুরু করেছিলেন তাঁরা । তবে আবারও কপাল পুড়লো চাষিদের । জেলায় আমন ধানের পাশাপাশি জমিতে নষ্ট হচ্ছে সবজিও । শীতের মরশুমের আগে চাষিদের বৃষ্টি কার্যত কেড়ে নিল ঘুম। সব মিলিয়ে যে বড়সড় ধাক্কা খেতে চলেছে বাংলার গ্রামীণ অর্থনীতি তা বলার অপেক্ষা রাখেনা ।

  Malobika Biswas 

  Published by:Piya Banerjee
  First published: