হোম /খবর /পূর্ব বর্ধমান /
চিকিৎসায় গাফিলতির অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

Purba Bardhaman: চিকিৎসায় গাফিলতির অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

X
title=

প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে নার্সিংহোমের সামনে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    পূর্ব বর্ধমান: এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের একটি নার্সিংহোমে উত্তেজনা। কদমতলায় ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখান মৃতার পরিবার ও স্থানীয়রা । জানা গিয়েছে, মৃত রোগীর নাম সান্তনা ঘোষ (২৪)। তার বাড়ি মঙ্গলকোটের ইট্যা গ্রামে। গত বুধবার ওই নার্সিংহোমে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়‌। একইসঙ্গে লাইগেশনও করানো হয়। এরপর তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর অসুস্থ বোধ করলে তাকে বাড়ির লোকজন এদিন নার্সিংহোমে নিয়ে আসেন । নার্সিংহোম থেকে রোগীকে বর্ধমান নিয়ে যেতে বলা হয়। রোগীর তখন শ্বাসকষ্ট হচ্ছিল । নার্সিংহোম থেকে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া হয়। বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই সান্তনার। এরপর মৃতের পরিবারের লোকজন মৃতদেহ নার্সিংহোমে নিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় কিছু মানুষও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। ক্ষতিপূরণের দাবি জানানো হয় । কয়েকঘন্টা ধরে দেহ পড়েই থাকে নার্সিংহোমে। ঘটনাস্থলে আসে পুলিশ। এরপর পরিস্হিতি নিয়ন্ত্রণে আসে। মৃতার স্বামী তন্ময় ঘোষের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। মেয়ে সন্তান হয়েছিল তাঁদের। তিনি বলেন, স্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফিরতেই ব্যাথা শুরু হয়। ফের হাসপাতালে আনতে হয় সান্তনাকে। এরপর বর্ধমানে রেফার করা হলে রাস্তাতেই মারা যায় তাঁর স্ত্রী ।Malobika Biswas

    First published:

    Tags: Purba bardhaman