#উত্তর ২৪ পরগনা: স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কচুয়ামোড় এলাকায়, এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ দেখালেন বেকার যুবকরা (North 24 Parganas News)। আন্দোলনে যোগ দিয়েছিলেন এলাকার মহিলারাও৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে এফসিআই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে চলেছেন স্থানীয় বেকার যুবকরা৷ কিন্তু এদেরকে কাজ না দিয়ে, কাজ দেওয়া হচ্ছে অন্যান্য জেলা ও ভিন রাজ্যের যুবকদের৷ ফলে শুক্রবার অশোকনগর এফসিআই গোডাউনে কাজের সুযোগ করে দেওয়ার দাবিতে বিক্ষোভে নামেন স্থানীয় যুবকরা।
অশোকনগরে বাইরের লোকেদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিবর্তে, তাদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন এলাকার যুবকরা। অতীতে কাজের দাবিতে বিক্ষোভ দেখালে, প্রতিশ্রুতি মিললেও কাজ মেলেনি (North 24 Parganas News)। এবার লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তাঁরা৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কাজ করতে আসা বাইরের কর্মীদের সঙ্গে তাদের কোনও বিরোধিতা নেই, তবে এলাকার যুবকদের যাতে গোডাউনে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয় সেই দাবিতেই এই আন্দোলন৷
এদিন অবস্থান বিক্ষোভের জেরে দীর্ঘক্ষনের জন্য কাজ বন্ধ হয়ে যায় গোডাউনে। এফসিআই গোডাউনের সামনে দাঁড়িয়ে পড়ে সারি সারি খাদ্য সরবরাহকারী গাড়ি।পরে গোডাউনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন আন্দোলনকারীরা৷ সেখানে কাজের আশ্বাস মেলায় অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা৷
গোডাউন কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন এলাকার স্থানীয় যুবকরা। পাশাপাশি তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ এবার কথা না রাখলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা৷ সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন আন্দোলনকারী যুবকরা (North 24 Parganas News)৷
Rudra Narayan Royনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ashoknagar, Job, North 24 Pargana news