রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: দক্ষিণ দমদম পৌরসভা এলাকার বাসিন্দারা করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেই বকেয়া ট্যাক্সে ২৫% ছাড় দেওয়ার ঘোষণা। এবার থেকে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে বকেয়া ট্যাক্সের ২৫% ছাড় এই উদ্যোগের ঘোষণা করল দক্ষিণ দমদম পৌরসভা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বা স্কুল ছুট ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে ভ্যাকসিন নিতে ভয়। স্কুলও যেহেতু বন্ধ সেই কারণে ছেলেমেয়েরা ভ্যাকসিন নিতে আসছিল না। সেই কারণে তাদের টিকাকরণের উৎসাহ দিতে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম এবং সেই উদ্যোগ নেওয়ার পরে দেখা যাচ্ছে প্রায় ৮০ জন একদিনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। অন্য দিন দেখা যেত পাঁচ থেকে ছয় জন ভ্যাকসিন নিতে আসতো, সেখানে সম্পূর্ণ অন্য চিত্র দেখা গেল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas