#উত্তর ২৪ পরগনা: নিরুদ্দেশ হয়ে যাওয়া বছর ২৭ এর এক বিবাহিত মহিলাকে তার পরিবারের হাতে তুলে দিল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার পুলিশ। আর তা সম্ভব হল হ্যাম রেডিওর মাধ্যমে। বিহারের বাসিন্দা পার্বতী দেবীকে পেট্রাপোল থানার নরহরিপুর ঠাকুরতলা এলাকার কয়েকজন উদ্ধার করে। দিন কয়েক ধরে এলাকার দুর্গামন্দিরে ওই মহিলাকে দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। প্রশাসন হ্যাম রেডিওর মাধ্যমে পার্বতী দেবীর পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তারপর আজ প্রশাসনের আধিকারিকরা ঐ মহিলার পরিবারের হাতে তাকে তুলে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই মহিলা বিহারের পূর্নিয়া জেলার বাসিন্দা, তার স্বামীর নাম সন্তোষ কুমার। এদিন পেট্রাপোল থানা থেকে বনগাঁ মহকুমার পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার-এর উপস্থিতিতে মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas, Petrapole